জীবিকার তাগিদে মানুষকে তার কর্মজীবনে প্রবেশ করতে হয়। স্বাধীনচেতা মনোভাব মানুষকে তার পেশা নির্বাচনের আগে অনেক ভাবায়। সবাই চায় স্বাধীন পেশায় নিয়োজিত থেকে বেশি অর্থ উপার্জন করতে। আর সেখানে যদি জীবন উপভোগের সুযোগ থাকে তাহলে তো কথাই নেই। চলুন জেনে আসা যাক এমন কিছু পেশার ব্যাপারে যা আপনাকে দিবে কাজের স্বাধীনতা।
পর্যটন গাইড
একটি নির্দিষ্ট এলাকার দর্শনীয় স্থানগুলোর ইতিহাস জেনে এবং নিজেকে একটু দক্ষ গড়ে তুললে সহজেই হয়ে যেতে পারেন ভ্রমণ উপদেষ্টা। পর্যটকদের দিকনির্দেশনা দেয়ার পাশাপাশি আপনিও উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য। ক্লায়েন্টের সাথে চুক্তির মাধ্যমে ভালো উপার্জন করা সম্ভব।
ফ্রিল্যান্সিং
ফ্রিল্যান্সিং একটি স্বাধীনপেশা। বর্তমানে প্রায় বহু মানুষ অর্থ উপার্জনের জন্য ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নিচ্ছে। ঘরে বসেই আপনি ক্লায়েন্টের সেবা প্রদান করতে পারেন খুব সহজেই।
ফিটনেস প্রশিক্ষক
আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন তবে আপনি এই পেশাটিতে যুক্ত হতে পারেন। আপনাকে নিজের শারীরিক চর্চার পাশাপাশি অন্যকে ট্রেনিং দিতে হবে, যাতে করে তিনিও নিজের বডি ফিট রাখতে পারেন। তবে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে এই বিষয়ে।
ফ্যাশন ডিজাইনার
একজন ফ্যাশন ডিজাইনার পোশাক-পরিচ্ছদের নকশা থেকে শুরু করে সাইজ, কালার, সেলাইয়ের ধরন সব দিকনির্দেশনা দিয়ে থাকেন। ফ্যাশন ডিজাইন হচ্ছে সৃজনশীল ও স্বাধীন পেশা।
নকশা আঁকা থেকে শুরু করে রঙ এর ব্যবহার সব বিষয়ে আপনার অভিজ্ঞ হতে হবে। তবেই স্বাধীনপেশায় নিয়োজিত থাকার পাশাপাশি ভালো রোজগারও সম্ভব হবে।
মুকুল মজুমদার, ইন্টার্ন/ওয়াইএসএসই