গত ১লা জুলাই, ২০২১সালে YSSE দ্বারা আয়োজিত তরুণদের দিকনির্দেশনা এবং অনুপ্রেরণা মূলক অনুষ্ঠান “আজকের তারুণ্য” এর ৫৩ তম পর্বের অতিথি হিসেবে আমাদের সাথে ছিলেন “কাজী মহিবুল হাসান রিন্টু “। YSSE এর বিসনেস ডেভেলপমেন্ট বিভাগের ইন্টার্ন “খন্দকার মাইশা জাহান” এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল সরাসরি YSSE এর ফেসবুক পেজ থেকে।
“কাজী মহিবুল হাসান রিন্টু ” বাংলাদেশের সুপরিচিত দুটি ব্যান্ড Saints of symphony এবং Radiation এর লিড গিটারিস্ট বা কণ্ঠশিল্পী। এছাড়াও তিনি Guitar garage এর business owner. ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল লেখাপড়া করে একজন মানুষের মতো মানুষ হওয়ার। সবসময় তার ইচ্ছে ছিল সমাজের মানুষের কাছে এখন ট্রু হিরো টাইপ কিছু হওয়ার।
শুরুতেই কীভাবে ভাবলেন যে মিউজিক এ আসবেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ছোটবেলায় ক্যাসেট প্লেয়ার এর মাধ্যমে গান শুনতাম অনেক কিন্তু তখন গানের অর্থ বুঝতামনা। আস্তে আস্তে বড় হওয়ার পর তখন গান শুনতে শুনতে হঠাৎ মাথায় আসে যে মানুষ আসলে গান কেন শুনে??? আর সেটা নিয়ে ঘাটাঘাটি করা শুরু করলাম তখন। তা খুঁজতে গিয়ে অনেককিছু পেলাম। যেমন – গান কীভাবে মানুষের জীবনের কথা বলে, গান ও এক ধরনের জ্ঞান। আর যত ই গভীরে যাওয়ার চেষ্টা করেছি তত ই বুঝতে পেরেছি যে মিউজিক একটা সাইন্স এর মত। যেটা সবসময় গবেষণা করার মত একটা বিষয়।”
বর্তমানে মিউজিক তার কাছে কী জানতে চাওয়ায় তিনি বলেন, “মিউজিক যারা অর্থ বুঝে বুঝে শুনে তারা জানে যে এটি একটি শুদ্ধি হওয়ার জায়গা। আর আমি যে টাইপ এর মিউজিক করি তার উদ্দেশ্য হচ্ছে, মানুষের কাছে বার্তা পৌঁছিয়ে দেওয়ার। “Saints of symphony” তে আমরা মূলত লোকসংগীত নিয়ে কাজ করি। আর চেষ্টা করলাম লালন শাহ এর বাণীগুলো মানুষের কাছে পৌঁছানোর যেন মানুষ জীবনের অর্থ বুঝতে পারে।”
Radiation ব্যান্ড এর নামের পিছনের গল্প জানতে চাওয়ায় তিনি বলেন, “Radiation মানে তেজস্ক্রিয়তা তা আমরা সবাই জানি। তো আমরা সেই গানের তেজস্ক্রিয়তা এই ব্যান্ডের মাধ্যমে সবার কাছে যেন পৌঁছে দিতে পারি তাই এই নামটি রাখা।”
তিনি বর্তমানে Saints of symphony এবং Radiation এই দুটি ব্যান্ড এ কাজ করছেন। তো তার এ যাত্রা কেমন যাচ্ছে জানতে চাওয়ায় তিনি বলেন, “২০১৪সালে মিউজিক করার উদ্দেশ্যে। চট্রগ্রাম এ শিফট হই। আর ২০১৮সালে Radiation ব্যান্ড ফর্ম করি। এখানে মূলত সফট রক এবং অল্টারনেটিভ টাইপ গান গাওয়ার চেষ্টা করি। আগামীতে আমাদের ব্যান্ড থেকে শ্রদ্ধেয় পার্থ বড়ুয়া এর একটি প্রোজেক্ট, যা আমরা নিজেরা গাচ্ছি তা রিলিজ করা হবে। আর Saints of symphony নিয়ে এখনো এক্সপেরিমেন্ট করছি। এখানে মূলত গুণীজনদের(লালন শাহ, আব্দুল করিম) যে বাণীগুলো তা নিজেদের মতো করে মানুষের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। এই ব্যান্ড ফর্ম করার প্রথম থেকেই মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি এবং এই ব্যান্ড থেকে অনেক টিভি শো ও করা হয়েছে।”
একজন ভালো মানের মিউজিসিয়ান বা সিঙ্গার হয়ে উঠার জন্য কী কী গুণাবলি থাকা উচিৎ বলে মনে করেন জানতে চাওয়ায় তিনি বলেন, “আমি সবসময় সিম্পলভাবে সবকিছু চিন্তা করি। আমার কাছে মনে হয়, একজন ভালো সিঙ্গার হওয়ার আগে প্রয়োজন একজন ভালো মানুষ হয়ে উঠার। আমি মনে করি যে, একজন মিউজিসিয়ান হয়ে যদি আমি একজন ভালো মানুষ ই না হতে পারি তাহলে জীবনের কোনো স্বার্থকতা নেই। আর মিউজিককে শুধু আনন্দ ফুর্তি মনে না করে তা থেকে জ্ঞানার্জন করার চেষ্টা করতে হবে।”
বাংলাদেশে মিউজিক ব্যান্ডগুলোর ভবিষ্যৎ কেমন বলে মনে করেন জানতে চাওয়ায় তিনি বলেন, “আমাদের দেশে অনেক ট্যালেন্টেড ব্যান্ড আছে যারা দেশের বাহিরে ব্যান্ড এর সাথেও কাজ করে এসেছেন কিন্তু আমাদের দেশে তাদের জন্য যে প্ল্যাটফর্ম পাওয়া দরকার তারা তা পাচ্ছেনা। আর মিউজিক এর কপিরাইট মানে মিউজিক এর প্রটেকশন এর যে ব্যাপারটা সেটা যথাযথভাবে আমাদের নেই, যা বাহিরের দেশগুলোতে অনেক স্ট্রং। যদি এইসব দিকগুলো ঠিক করা যায় তাহলে মিউজিসিয়ানদের তাদের ন্যায্য পাওয়া দেওয়া সম্ভব হয়ে উঠবে আর তখন মিউজিক নিয়ে দুঃখজনক কিছু থাকবেনা।”
ভবিষ্যতে যারা মিউজিক নিয়ে কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “যারা ভবিষ্যতে মিউজিক নিয়ে কাজ করতে চায় তাদেরকে পরামর্শ দিবো যে তারা যেন মিউজিক কে মিউজিক হিসেবেই রাখে। আর এটিকে যেন মেইন প্রফেশন হিসেবে না নেয় কারণ বাংলাদেশে মিউজিসিয়ানদের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা নেই।”
তাছাড়াও তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের পৃথিবী দিন দিন আরো প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। তাই তরুণদের উদ্দেশ্যে বলবো, পুরোনো ধ্যান ধারণা থেকে বের হয়ে নিজেদের এবং গ্রামাঞ্চলের মানুষদের প্রযুক্তিগতভাবে সাহায্য করে দেশকে আরো উন্নতির শিখরে নিয়ে যেতে হবে।”
এই লাইভ থেকে আমরা জানতে পেরেছি যে, মিউজিক শুধু নামের জন্য করলে বা শুনলে হবেনা। সেটি থেকে জ্ঞানার্জন করতে হবে এবং মিউজিক এর মাধ্যমে গুণীজনদের বার্তা মানুষের মাঝে পৌঁছে দিতে হবে।
রাজিয়া রহমান
কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট ইন্টার্ন
ওয়াইএসএসই