অলিম্পিয়াড সম্পর্কে তো আমাদের সবারই কমবেশী ধারণা আছে। এটি হলো এমন একটি প্রতিযোগিতা যা নির্দিষ্ট কিছু ক্যাটেগরিতে হয়ে থাকে যেমন- খেলাধুলা, বিজ্ঞান ইত্যাদি। সাম্প্রতিক কালে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের অলিম্পিয়াডগুলোতে যথেষ্ট সম্মান অর্জন করেছে। ম্যাথ অলিম্পিয়াডে স্বর্ণপদক অর্জনে কয়েক মাস আগেও বাংলাদেশের শিক্ষার্থী একজন ছিলো হেডলাইনে। কোন একসময় এসব নিয়ে চিন্তাভাবনা না করা শিক্ষার্থীরা আজকাল এসব অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে এবং সুযোগ খুঁজছে নতুন নতুন। এরই সমাধান হিসেবে একটি আন্তর্জাতিক ইউথ অলিম্পিয়াডের যাবতীয় তথ্য নিয়ে লেখা হয়েছে এ ব্লগটি।
আন্তর্জাতিক ইউথ অলিম্পিয়াড ২০২১ এমন একটি প্রতিযোগিতা যা প্রতিযোগীদের সাহায্য করবে নিজেকে নতুন করে আবিষ্কার করতে। এটি সকল যুবক যুবতিদের জন্য উন্মুক্ত যাদের মধ্যে পৃথিবীর সামনে নিজের একটি অসাধারণ ছবি প্রকাশের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। এতে সুখবর এইযে, এ অলিম্পিয়াডের ইতিহাসে সর্বপ্রথম ৭+ এশিয়ার দেশগুলো একত্রে অংশগ্রহণ করছে।
জাতীয় রাউন্ড:
বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য জাতীয় রাউন্ডের বাছাই পর্বে প্রতিযোগিতাটি প্রথমে অনলাইনে সংগঠিত হবে। পরীক্ষার লিংকটি প্রতিযোগীদের কাছে পাঠিয়ে দেয়া হবে। প্রতিটি প্রতিযোগীকে দিয়ে দেয়া তারিখ এবং সময়সূচী অনুযায়ী তাদের প্রবেশ করতে হবে প্রতিযোগিতায়। অনলাইন এ টেস্টটি মোট ৪৫ মিনিটের এবং প্রতিযোগীদের যুবভিত্তিক টপিকে নানান রকম প্রশ্ন করা হবে। প্রতিযোগীদের দুটি ক্যাটেগরিতে ভাগ করে দেয়া হবে।
ক্যাটেগরি A- হাই স্কুল
ক্যাটেগরি B- কলেজ এবং বিশ্ববিদ্যালয়
জাতীয় পর্বে শীর্ষ ২৫ জন প্রতিযোগীকে এওয়ার্ড প্রদান করা হবে এবং এদের মধ্যে প্রতি ক্যাটেগরি থেকে প্রথম ৫ জন কে গালা রাউন্ড এর জন্য বাছাই করা হবে। তাদেরকে অনলাইন ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। প্রতিযোগিতা শেষে বিচারকরা একজন বিজয়ী এবং ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে বাছাই করে আন্তর্জাতিক রাউন্ডের জন্য পাঠাবে।
আন্তর্জাতিক রাউন্ড:
বিজয়ী এবং রানার আপরা আন্তর্জাতিকভাবে লড়ে নিজেদের দেশকে উপস্থাপন করবে। প্রতিযোগীদের একটি প্রিলিমিনারি পরীক্ষা এবং ইন্টারভিউ সেশন হবে। পরিশেষে, বিচারকরা বিজয়ীকে “Champion of the Champions” খেতাব দিয়ে আন্তর্জাতিক ইউথ অলিম্পিয়াড ২০২১ এর পরিসমাপ্তি ঘঠাবেন।
অবস্থান: অনলাইন
সুবিধা:
- ২ লাখ+ টাকার প্রাইজ মানির সুযোগ।
- আন্তর্জাতিক পর্যায়ে দেশকে উপস্থাপন করার সম্মাননা।
- আন্তর্জাতিক ইউথ অলিম্পিয়াডের অফিশিয়াল টিমে কাজ করার সুযোগ।
- বিভিন্ন দেশের প্রতিযোগীদের সাথে পরিচিত হওয়ার সুযোগ।
আবেদন যোগ্য দেশসমূহ:
- বাংলাদেশ
- ভারত
- পাকিস্তান
- মালেশিয়া
- মালদ্বীপ
- নেপাল
- শ্রীলঙ্কা
- ব্রুনেই
আবেদন সময়সীমা: ৮ই সেপ্টেম্বর, ২০২১
আবেদন লিংক: https://iyo.activebangladesh.org/country/
এরকম আরো ব্লগ পড়তে ক্লিক করুন এখানে
সাবিকুন্নাহার আফরা
ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE