পিৎজা-পাস্তার দেশ ইতালি। এছাড়াও মার্চেন্ট অফ ভেনিস পড়ে আমাদের ইতালি সম্পর্কে অল্প-স্বল্প ধারণা আছে অনেকেরই। শিক্ষা ক্ষেত্রেও ইতালি কম এগিয়ে নেই, বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইতালির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় জায়গা করে নেয় প্রতি বছর। এবার ইতালির ইউনিভার্সিটি অফ বোলোগনা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করছে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য। এর স্কলারশিপটির অনুদান ইতালি সরকারের কাছ থেকে আসে। যেসকল শিক্ষার্থী ইউরোপের দেশে পড়তে যেতে চায় আর সাথে পেশাদার অভিজ্ঞতা অর্জন করতে চায়, তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ।
ইউনিভার্সিটি অফ বোলোগনা মূলত গবেষণার উপর জোরদান করে। এটা পুরো বিশ্বের সবথেকে পুরানো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। ইতালির সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে ইউনিভার্সিটি অফ বোলোগনাকে বিবেচনা করা হয়। এছাড়া এখানে থাকা খাওয়ার খরচ তুলনামূলকভাবে কিছুটা কম অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর তুলনায়। আসুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে আরও বিস্তারিতঃ
যোগ্যতা
আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে
- বয়স সর্বোচ্চ ৩০ বছর
- পছন্দের বিষয়ে পড়ার বৈধ যোগ্যতা যা ইতালির বাইরের থেকে ইস্যু করা অহ্যেছে
- SAT GRE পরীক্ষায় ভালো স্কোর থাকতে হবে
বিষয়াবলী
নিম্নলিখিত বিষয়গুলোর উপর স্নাতক/স্নাতোকোত্তর করা যাবেঃ
Bachelors Program
- Economics and Management
- Engineering
- Architecture
- Education
- Humanities
- Law
- Pharmacy and Biotechnology
- Languages and Literature
- Political Science
- Sociology
- Statistics
- Sports Science
Master’s Program
- Agriculture & Food Science
- Economics & Management
- Engineering & Architecture
- Languages & Literature, Interpretation and Translation
- Education
- Humanities
- Law
- Political Science
- Sociology
- Statistics
- Science
- Sports Science
- Veterinary Medicine
সুবিধা
যারা স্কলারশিপের জন্য বিবেচিত হবে তাদের জন্য ১১০০০ ইউরো পর্যন্ত আবাসন ভাতা হিসেবে দেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল টিউশন ফি তে সম্পূর্ণ ছাড় থাকবে।
প্রয়োজনীয় কাগজপত্র
- ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- GRE/SAT/TOLC পরীক্ষার স্কোর
আবেদনের শেষ তারিখ
ইউনিভার্সিটি অফ বোলোগনায় স্কলারশিপের জন্য আবেদনের জন্য শেষ তারিখ ৩১শে মে, ২০২১।
আবেদন প্রক্রিয়া
ইউনিভার্সিটি অফ বোলোগনায় আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। আবেদন করতে তাদের ওয়েবসাইটে গিয়ে প্রথমে একটি student account খুলে লগ ইন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।
আরও বিস্তারিত জানতে তাদের অফিশিয়াল ওয়েবসাইট ঘুরে আসতে পারেন এখানে ক্লিক করে।
আহমাদ সৈয়দ
ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE