ইসরাইল এখন পৃথিবীর অলিখিত এক পরাশক্তি। বিশ্বের সবথেকে উন্নত ডিফেন্স মেকানিজম তাদের আছে। ফিলিস্তিনের ভূমি তারা বেদখল করে প্রায়ই আক্রমণ চালায়। পৃথিবীতে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে বেশ ঘৃণীত এক রাষ্ট্র হলেও তারা অন্যান্য ইসলামিক রাষ্ট্রের সাথে কূটনৈতিকভাবে বেশ ভালো সম্পর্ক গড়ে তুলেছে। কেওই তাদের বিরুদ্ধে কোন জোরদার পদক্ষেপ নিতে পারেনি। অথচ ইহুদি হয়েও এক আমেরিকান আইসক্রিম কোম্পানি ইসরাইলের বিরুদ্ধে দাড়িয়েছে তাদের আইসক্রিম ইসরায়েলে বিক্রি করবেনা বলে।
বেন এন্ড জেরি আইসক্রিম কোম্পানির জন্ম ১৯৭৮ সালে। তাদের কোম্পানি বেশ বড় যে তা নয়। দুই আমেরিকান ইহুদি তরুণ বেন কোহার এবং জেরি গ্রিনফিল্ড মিলে গড়ে তোলেন বেন এন্ড জেরি নামের এই কোম্পানি। তারা মূলত আইসক্রিম ও বিভিন্ন রকম পানীয় বিক্রি করে থাকেন। আইসক্রিমে রাসায়নিকযুক্ত দুধ মিশানোর বিরুদ্ধে প্রচারে নেমে বেন এন্ড জেরি মূলত খ্যাতি পায়।
বেন এন্ড জেরি নিজেদের ব্যবসাকে সামাজিক দায়িত্ব মনে করে চলতে চাইতেন সবসময়। এজন্য অনেক আমেরিকান তাদের মশকরা করে ‘কাউন্টার কালচার ক্যাপিটালিস্ট’ বলে ডাকে। এই টিটকারী সত্বেও তারা নিজেদের ব্যবসায়ী চেতনায় ছাড় দিতে রাজি হননি। বেশ কিছু আন্দোলন যেমন মুমিয়া আবু-জামালের (আমেরিকার বিখ্যাত কৃষ্ণাঙ্গ রাজবন্দী) মুক্তি চেয়ে আন্দোলন এর সময় বেশ সোচ্চার ছিলেন। ২০১৬ সালে তারা গ্রেপ্তার হন নির্বাচনে কর্পোরেটদের ভূমিকা বন্ধের দাবির মিছিলে শামিল হয়ে। তবে এর আগে ২০০০ সালে তারা নিজেদের আইসক্রিম কোম্পানিটি বিক্রি করে দেন ইউনিলিভারের কাছে। কিন্তু বিক্রির সময় তাদের শর্ত ছিলো তাদের এতোবছরের মূল্যবোধ যেন ইউনিলিভার বাতিল না করে বেন এন্ড জেরি থেকে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জুলাইয়ে কোম্পানিটি ঘোষণা দেয় যে, ইসরাইলের দখলে থাকা প্যালেস্টাইনি এলাকায় ২০২৩ থেকে আর আইসক্রিম বিক্রি করবেনা তারা।
ইউনিলভারের অন্তর্ভুক্ত হলেও বেন এন্ড জেরি যে খুব বড় কোম্পানি তা নয়। ইসতাইলের আইসক্রিমের চাহিদার বেশি হলে ১০ শতাংশ তারা পূরণ করে। কিন্তুতাদের এই সামান্য প্রতিবাদই ইসরাইলের কপালে চিন্তার ভাজ ফেলেছে। অন্যান্য অনেক দেশ যখন প্যালেস্টাইনে ইসরাইলের বর্বর আক্রমণের পরেও কূটনৈতিক সম্পর্ক উন্নতি করছে, সেখানে বেন এন্ড জেরির এই ছোট প্রতিবাদই যেন তাদের উপর বিশাল হামলা হয়ে এসেছে। এই ছোট আইসক্রিম কোম্পানির ছোট প্রতিবাদই ইসরাইলে ইসরাইলে বেশ বড় প্রতিক্রিয়া তৈরী করেছে যার জন্য সেই দেশটির কেওই প্রস্তুত ছিলোনা।
আমেরিকায়ও বেশ ঝড় উঠেছে বেন এন্ড জেরির এই প্রতিবাদে। এমনকি পররাষ্ট্র দপ্তরের মূখপাত্র পর্যন্ত এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন। যদিও তিনি এটাকে ভালোভাবে নেন নি। অপরদিকে প্যালেস্টাইনের বাসিন্দারা বেন এন্ড জেরির এই প্রতিবাদে বেশ খুশি এবং উজ্জীবিত। এখানে প্রশ্ন রয়ে যায় যে একটি ছোট আমেরিকান কোম্পানি হয়েও যে সাহস দেখালো বেন এন্ড জেরি, সেখানে ওআইসিভুক্ত দেশগুলো কেন সেখানে নিরব? যেখানে বিশ্বের এক বিশাল জনসংখ্যা মুসলিম ধর্মাবলম্বী হয়েও কিছু করছেনা, সেখানে বেন এন্ড জেরির সামান্য প্রতিবাদ তাদের মুখে এক বিশাল প্রশ্ন ছুড়েই যায় মুসলিম ভ্রাতৃত্ববোধের উপর।
আমাদের আরও ব্লগ পড়তে এখানে ক্লিক করুন।
আহমাদ সৈয়দ
ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE