YSSE আয়োজিত “আজকের তারুণ্য” এর ১১তম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “আব্দুল মোহাইমিন বিন ফারুক”। তিনি বর্তমানে “Hult Prize” এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি “S.E.E.D” এবং “PROVASHI” এর সহপ্রতিষ্ঠাতা হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাবরিনা সামাদ স্কাইফার উপস্থাপনায় অনুষ্ঠানটি YSSE এর ফেসবুক পেইজ থেকে ৪ সেপ্টেম্বর, ২০২০ রাত ৯ টায় সরাসরি সম্প্রচারিত হয়।
অনুষ্ঠানে অতিথি “Hult Prize” সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং একইসাথে “Hult Prize” সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। “Hult Prize is one of the biggest competitions in the world. যার প্রধান লক্ষ্য হল- বিভিন্ন সামাজিক সমস্যাগুলোকে কমিয়ে আনা। এ লক্ষ্যে প্রতিবছর বিভিন্ন সামাজিক সমস্যার মধ্য থেকে যেকোনো একটি সমস্যাকে নির্বাচিত করা হয় এবং বিশ্বব্যাপী ছাত্রছাত্রীরা উক্ত সমস্যাটি সমাধানের বিভিন্ন আইডিয়া তুলে ধরেন। Hult Prize এমন কিছু আইডিয়া এর খোঁজ করে যাতে ১০ বছরের মধ্যে বিশ্বব্যাপী ১-১.৫ মিলিয়ন মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসে।”
নোবেল বিজয়ী প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুস “Hult Prize” কে ছাত্রছাত্রীদের জন্য নোবেল প্রাইজ বলে থাকেন।
“Hult Prize” এর এবারের চ্যালেঞ্জটির নাম “FOOD FOR good – Transforming food into a vehicle for change.”
যার লক্ষ্য- মানুষের খাবার সম্পর্কিত অভিজ্ঞতায় এক আমূল পরিবর্তন আনা, ফাস্টফুডের প্রতি ঝোঁক ও অস্বাস্থ্যকর খাবারের প্রতি নির্ভরশীলতা থেকে তাদেরকে বের করে আনা এবং ফুড সেক্টরে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে নতুন কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি করা। এ সম্পর্কিত আইডিয়া সংগ্রহ করাই “Hult Prize” এর এবারের উদ্দেশ্য।
এবছর “Hult Prize” এর প্রোগ্রামটি শুরু হতে যাচ্ছে ৮ সেপ্টেম্বর। ৮তারিখ থেকে পুরো সেপ্টেম্বর জুড়েই প্রতিযোগীরা “Hult Prize” এ অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। ৪ টি ধাপে এবারের প্রতিযোগিতাটি পরিচালনা করা হবে। আশা করা যাচ্ছে, ২৭ নভেম্বর ফাইনাল পর্ব আয়োজন করা হবে। বিজয়ী দলের জন্য পুরষ্কার হিসেবে থাকবে ১ মিলিয়ন ইউ এস ডলার, যা দিয়ে তারা তাদের আইডিয়াটিকে বাস্তবায়ন করার এবং একইসাথে সামাজিক উদ্যোক্তা হয়ে ওঠার সুযোগ পাবে।
এক প্রশ্নের জবাবে অতিথি তার নিজস্ব স্টার্টআপ “S.E.E.D” সম্পর্কেও ধারণা প্রদান করে বলেন, “S.E.E.D এর প্রধান লক্ষ্য মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করা।” “S.E.E.D” এর আইডিয়া নিয়ে আব্দুল মোহাইমিন বিন ফারুক এবং তার দল গতবছর বিশ্বের সামনে বাংলাদেশকে উপস্থাপন করে।
অনুষ্ঠানে অতিথি একজন তরুণ সামাজিক উদ্যোক্তা হিসেবে নিজের বিভিন্ন অভিজ্ঞতা ও বিভিন্ন চ্যালেঞ্জ এর কথা বর্ণনা করেন। একইসাথে তরুণ দর্শকদের জন্য বিভিন্ন মূল্যবান পরামর্শ প্রদান করেন।
– ফারহানা ইয়াসমিন / ইন্টার্ন-ওয়াইএসএসই