আন্তর্জাতিক বিশ্বে বহুল ব্যবহৃত ইংরেজির পাশাপাশি ফ্রেঞ্চ, স্প্যানিশ, চাইনিজ (ম্যান্ডারিন), জাপানিজ ইত্যাদি কিছু ভাষা বর্তমান বিশ্বে বেশ প্রভাবশালী হয়ে উঠছে৷ এর কারণ উক্ত ভাষাভাষী জনগোষ্ঠীর দেশসমূহ উন্নত দেশের কাতারে নাম লিখিয়েছে। ফলে বিশ্বজুড়ে মানুষ ইংরেজির পাশাপাশি এই সকল ভাষা শেখার ওপরে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এই ব্লগে আমরা সরাসরি অল্প কিছু ফ্রেঞ্চ শিখে ফেলব।
১. পরিচয়ঃ (Informal)
“ Salut, je mapplle, Palash. “
উচ্চারণ ঃ সেলুট, জ্য ম্যাপঁল, পলাশ।
অর্থঃ Hi, I’m Palash (your name).
পরিচয় ২ঃ “Enchante de te recourtrer”
উচ্চারণঃ এনশাঁতে দ্য ত্য রিকোঁতে।
অর্থঃ Nice to meet you.
২. ধন্যবাদ জ্ঞাপনঃ
“Merci / Merci boucoup”
উচ্চারণঃ মেরছি / মেরছি বুকো
অর্থঃ Thank you/ Thank you very much.
৩. সম্ভাষণঃ
“Bonjour” / “Bonsoir”
উচ্চারণ ঃ বোঁজোঁ/ বোঁসোঁ
অর্থ: Good day/ Good afternoon
৪. বিদায়ঃ
“ Au revoir”
উচ্চারণ ঃ আ রিভোঁ
অর্থঃ Good bye.
“Au bientot”
উচ্চারণ ঃ আ বিঁতো
অর্থঃ See you again.
পলাশ দেব রায়/ ওয়াইএসএসই