করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তি ভাইরাস ছড়ায়না
১. আজকের দিন পর্যন্ত এটা প্রমাণিত হয়নি যে , মৃত ব্যক্তির কাছ হতে অন্য কোন ব্যক্তির দেহে ভাইরাসটি ছড়িয়েছে
২. মৃতদেহ নিজ নিজ ধ
৩. মৃতদেহ পরিবহনের জন্য আলাদা বিশেষ কোন পরিবহনের দরকার নেই
৪. মৃতদেহের গায়ে কোন প্রকার কেমিক্যাল ছিটানোর ও দরকার নেই
৫. মৃতদেহ যিনি গোসল করবেন তিনি একটি মাস্ক , একজোড়া গ্লাভস এবং একটি ডিসপোজেবল গাউন পরিধান করবেন
৬. মৃতদেহের কাছে যেতে পারবেন তবে স্পর্শ করা যাবেনা আর যদি কোন কারণে স্পর্শ হয়ে যায় তাহলে সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলবেন
৭. কবর দেওয়ার ক্ষেত্রেও বিশেষ কোন সতর্কতা নেই
আসুন মৃতব্যক্তিদের সম্মান দিই। আতংকিত না হই। করোনা ভাইরাসে যারা মারা যাচ্ছেন তারাতো আমাদেরই কেউ। শেষ বিদায়টুকু সম্মানের সাথে নির্বিঘ্নে দিন।
রেফারেন্স: ২৪ মার্চ ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে প্রকাশিত Infection Prevention and Control for the safe management
of a dead body in the context of COVID-19
https://bit.ly/3dLjKSZ
#CoronaVirus #Covid19
Md.Injamul Huq
YSSE