বর্তমানে বিশ্বের মাঝে ভয়াবহ আতঙ্কসৃষ্টিকারী ভাইরাস করোনা ভাইরাস। এখনো পর্যন্ত করোনার কোনো ভ্যাক্সিন আবিষ্কৃত না হওয়ায় করোনা প্রতিহত করার জন্য সবার নিজে থেকে সচেতন থাকার বিকল্প নেই।বিশ্বের সকল স্তরের মানুষের পাশাপাশি উদ্যোক্তাদের ও সম্মুখীন হতে হচ্ছে এই অস্বাভাবিক পরিস্থিতির। সর্বোচ্চ সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই শুধু এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।
সামাজিক দূরত্ব মেনে চলাফেরা করা। বাইরে যেকোনো দরকারে বের হওয়া জরুরী হলে নিয়মিত মাস্ক ব্যবহার করা ও হাতে গ্লাভস ব্যবহার করা। কথা বলার সময় নির্দিষ্ট দূরত্ব মেনে দাঁড়ানো। অযথা বাইরের যেকোনো জিনিসে হাত না দেওয়া। কারণ ভাইরাস যেকোনো জিনিসেই দীর্ঘ সময় ধরে থাকতে পারে।এজন্য সাবধানতার ব্যতিক্রম নেই ভাইরাস থেকে বেচে থাকার জন্য।
বাইরে চলাফেরা করলে নিজস্ব গাড়ি,বাইক বা সাইকেল ব্যবহার করা গেলে অনেক ভাল হয়। এছাড়াও সবসময় স্যানিটাইজার রাখা সাথে। যেকোনো ধরনের সংস্পর্শ থেকে যতোটা দূরত্ব রাখা যায় ততোটাই ভাল।
বাইরে থেকে ঘরে ফেরার পর সবসময় আগে হাত-পা ধুয়ে ঘরে প্রবেশ করা,সম্ভব হলে গোসল সেরে ফেলা। সুস্থ থাকলেও যতোটা সম্ভব গরম পানি,মসলা চা খাওয়ার অভ্যাস করা। কালোজিরা, আদার রস,তুলসী পাতা নিয়মিত খেতে পারলে তা খুবই উপকারী।
পরিশেষে বলতে হয়, একজন উদ্যোক্তার স্বাস্থ্যের সাথে নির্ভর করছে দেশের প্রগতিশীল অনেক খাত। এসকল স্বাস্থ্যবিধি করোনা পরিস্থিতিতে নিয়মিত মেনে চলার মাধ্যমে সুরক্ষিত থাকবে দেশের চালিকাশক্তির বাহকেরা।