চাকরি খোঁজার ক্ষেত্রে প্রায় দেখা যায় সঠিক উপায় অবলম্বন করি না আমরা। যার ফলে ভালো চাকরির আবেদনের ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ি। এ কারণে অনেক সময় পছন্দের চাকরিও আমাদের হাতছাড়া হয়ে যায়। তাই চাকরির প্রস্তুতির পাশাপাশি চাকরি খোঁজার বিষয়টিও গুরুত্ব সহকারে নেয়া উচিত আমাদের ।
চাকরির দৌড়ে এগিয়ে থাকতে চলুন জেনে নিই চাকরি খোঁজার কিছু কার্যকরী পদ্ধতি –
সংবাদপত্রঃ
চাকরি খোঁজার ক্ষেত্রে সংবাদপত্রের ব্যবহার বেশ পুরোনো একটি পদ্ধতি। বিভিন্ন সংবাদপত্রে “নিয়োগ বিজ্ঞপ্তি” নামক আলাদা একটি অংশ থাকে। এই অংশটিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । চাকরি প্রার্থী সহজেই এখান থেকে তার পছন্দের চাকরি সম্পর্কে জানতে পারবেন। এছাড়া কেবল চাকরির খবর প্রকাশ হয় এমন বিভিন্ন সাপ্তাহিক ম্যাগাজিন থেকেও চাকরির খবর জানা যায়।
সোশ্যাল মিডিয়াঃ
চাকরি খোঁজার ক্ষেত্রে বর্তমানে সোশ্যাল মিডিয়ার চেয়ে শক্তিশালী মাধ্যম হয়তো আর নেই। সোশ্যাল মিডিয়ার সাহায্যে আমরা সহজেই চাকরির খবর পেয়ে যাচ্ছি এখন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। চাকরি খোঁজার ক্ষেত্রে প্রার্থীদের সবচেয়ে বেশি সাহায্য করবে যে দুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তা হলো – ফেসবুক ও লিংকডইন
ফেসবুক এর মাধ্যমে চাকরির খবর পেতে বিভিন্ন গ্রুপে জয়েন দিতে পারেন একজন চাকরি প্রার্থী। সাধারণত ফেসবুকের বিভিন্ন গ্রুপে চাকরির খবর সম্পর্কে বিস্তারিত জানানো হয়। যে চাকরির খবরগুলো সংবাদপত্রে পাওয়া যায় না তা সম্পর্কে অনেক সময় বিভিন্ন ফেসবুক গ্রুপে দেয়া থাকে। ফলে গ্রুপগুলোর সাথে সংযুক্ত থাকলে চাকরির খবর পেতে প্রার্থীদের তেমন একটা ঝামেলা পোহাতে হয় না।
লিংকডইন যেহেতু মূলত চাকরি প্রার্থীদের জন্য তৈরি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তাই বলাই বাহুল্য যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি চাকরি প্রার্থীদের চাকরি খুঁজতে অনেক সাহায্য করবে । এই প্ল্যাটফর্মটির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান প্রায়ই দক্ষ কর্মী খুঁজে থাকেন। ফলে চাকরি প্রার্থীরা সহজেই প্ল্যাটফর্মটি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের তালিকাভুক্ত করা চাকরি থেকে সহজেই নিজের পছন্দের চাকরিটি বেছে নিতে পারবেন।
অনলাইন জব পোর্টালঃ
এছাড়া বর্তমানে চাকরি প্রার্থীদের জন্য চাকরি খোঁজার ব্যাপারটা অনেকটাই সহজ করে দিয়েছে বিভিন্ন অনলাইন জব পোর্টাল। খুব সহজেই ওয়েবসাইটগুলোতে গিয়ে চাকরি প্রার্থীরা তাদের পছন্দের চাকরি সম্পর্কিত সবধরনের তথ্য পেয়ে যাচ্ছেন। ফলে প্রার্থীদের অহেতুক সময় অপচয় হচ্ছে না।
বিডিজবসের মতো ওয়েবসাইটগুলো যেনো প্রার্থীদের জন্য চাকরির খবর নিয়ে আসছে তাদের দ্বারপ্রান্তে।
চাকরি প্রার্থীদের সুবিধার্থে এমন আরো কয়েকটি অনলাইন জব পোর্টালের তালিকা তুলে ধরা হলো-
বিভিন্ন অ্যাপ এর মাধ্যমেঃ
প্লেস্টোর এমন অনেক অ্যাপ পাওয়া যায় যা বিভিন্ন চাকরির খবর একসাথে প্রকাশ করে। এগুলো ডাউনলোড করে রাখলে সহজেই বিভিন্ন চাকরির খবর পেতে পারেন প্রার্থীরা। এমন কিছু অ্যাপ হলো
- চাকরির খবর
- জব সার্কুলার
- বিডি অল জব
নেটওয়ার্কিংঃ
এছাড়া নেটওয়ার্কিং এর মাধ্যমেও চাকরির খবর পেতে পারেন একজন প্রার্থী। সেক্ষেত্রে প্রার্থী বিশ্ববিদ্যালয়ের সহপাঠি, স্কুল কলেজের বন্ধু, শিক্ষক, আত্মীয়স্বজন কিংবা পরিচিত যে কারো কাছ থেকেই চাকরির খবর জেনে নিতে পারেন।
তাহসিনা মারযান
ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE