করোনাকালীন সময়ে চীনা বিনিয়োগের দুটি সুখবর মিলল বাংলাদেশে। প্রথমটি হলো, একটি চীনা প্রতিষ্ঠান ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১০০ একর জমি নিচ্ছে। এ জন্য তারা টাকাও জমা দিয়েছে। অন্যটি হলো, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে ৬০টি চীনা কোম্পানি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে উন্নয়নকারী চীনা প্রতিষ্ঠানের কাছে।
বিশেষজ্ঞেরা জানান, তাদের উদ্যেগে আকর্ষিত হয়ে বিদেশি বিনিয়োগ আসছে এবং চীনের কোনো বড় প্রতিষ্ঠান একটি দেশে বিনিয়োগ করলে অন্যরাও উৎসাহিত হয়। এছাড়াও এম মাশরুর রিয়াজ (চেয়ারম্যান, পলিসি এক্সচেঞ্জ) জানান, চীনের বাজারে বাংলাদেশ যে ৮ হাজার ২৫৬টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেয়েছে, তার সুযোগ নিতে চীনা বিনিয়োগ আসবে। বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ছে কেন, তার একটা ব্যাখ্যাও দেন মাশরুর রিয়াজ। তিনি বলেন, বাংলাদেশের মতো দেশে চীনা বিনিয়োগ বেশি ও দ্রুত আসে, কারণ তারা ঝুঁকি বেশি নিতে পারে। বাংলাদেশে নীতির ধারাবাহিকতার অভাব ও নিয়ন্ত্রণগত ঝুঁকি বেশি। তিনি মনে করেন, চীনের বাজারে বাংলাদেশ যে ৮ হাজার ২৫৬টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেয়েছে, তার সুযোগ নিতে চীনা বিনিয়োগ আসবে।
বঙ্গবন্ধু শিল্পনগরে ৩০ কোটি ডলার বিনিয়োগ করতে প্রস্তুত চীনের জিয়াংসু স্টক এক্সচেঞ্জের একটি তালিকাভুক্ত সংস্থা, ইয়াবাং ইনভেস্টমেন্ট হোল্ডিংস গ্রুপ। বিভিন্ন ধরনের রাসায়নিক, মানুষ ও পশুর চিকিৎসার ওষুধ, কীটনাশক, খনিজ, আর্থিক খাত, আবাসনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে ইয়াবাং গ্রুপের।
২০১৯ সালের সেপ্টেম্বরে তারা বঙ্গবন্ধু শিল্পনগরে ১০০ একর জমি নেয়ার প্রস্তাব জানায়।
তথ্যসূত্র- প্রথম আলো
পূর্বা দত্ত, ইন্টার্ন/ওয়াইএসএসই