ছোটবেলায় একজন কৃষক এবং তার ঝগড়াটে চার ছেলের গল্প আমরা সবাই পড়েছি, তাইনা? Moral of the story কি ছিল মনে আছে নিশ্চয়!
“Unity Is Strength”!
বাস্তব জীবনে এই বাক্যের মর্মার্থ আপনি কতটুকু বুঝেছেন? আচ্ছা অনেক প্রশ্ন করে ফেললাম মনে হচ্ছে! কথা না বাড়িয়ে চলুন জেনে নেই টিম ওয়ার্ক নাকি ইন্ডিভিজুয়াল ওয়ার্ক কোনটি বেশি ইফেক্টিভ!
ইতোমধ্যেই আপনাকে যেহেতু আমি কৃষক এবং তার ঝগড়াটে চার ছেলের গল্পের কথা মনে করিয়ে দিয়েছি আপনি বুঝতেই পারছেন টিম ওয়ার্ক আসলেই কতটা ইফেক্টিভ! যেকোনো ক্ষেত্রেই আপনি একা কোনো কাজ করার চেয়ে যদি একটা টিম কিংবা একটা গ্রুপ নিয়ে কাজ করেন তবে আপনার কাজটি কিন্তু বেশ সহজ এবং পারফেক্ট হবে।
চলুন জেনে নেই টিম ওয়ার্কের কিছু ইফেক্টিভ সাইড-
- প্রোডাক্টিভিটি বাড়ায়-
একটি সুন্দর এবং গোছানো জীবন-যাপনের জন্য কিন্তু প্রোডাক্টিভিটির কোনো বিকল্প নেই! টিম ওয়ার্ক আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে। যেমন একটি টিমের সাথে আপনি যখন কাজ করবেন তখন কাজের প্রেশারটা কিন্তু আপনার একার উপর থাকবেনা। কাজেই প্রেশার কমে যাওয়ায় আপনি হিমশিম খাবেন না এবং কাজগুলো সময়ের সাথে গোছাতে পারবেন। এছাড়া আপনার মধ্যে একধরণের দায়িত্ববোধ কাজ করবে যা আপনাকে কাজ করতে উৎসাহিত করবে।
- সাপোর্টিভ হতে শেখায়-
আপনি যখন একটি টিম ওয়ার্ক করবেন আপনি যেমন সাপোর্ট পাবেন পাশাপাশি নিজেও সাপোর্টিভ হতে শিখবেন। কারণ একটি টিম কখনো একজনের ভালো কাজে ভালো হয় না। কাজেই একে অপরকে সাপোর্ট করে সাহায্য করে কাজ করতে হয়।
- ইনোভেটিভ হতে শেখায়-
“Two heads are better than one”– অর্থাৎ আপনি যখন একটি টিম ওয়ার্ক করবেন সেখানে শুধু আপনার একার সৃজনশীলতা নয় বরং আরো কয়েকজনের সৃজনশীলতার প্রকাশ ঘটবে। একেক জন একেক রকম আইডিয়া শেয়ার করবে যার ফলে কাজটি খুব ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ হবে।
- কমিউনিকেশন স্কিল বাড়ায়-
বর্তমান বিশ্বের সেরা দশটি সফট স্কিলের মধ্যে কমিউনিকেশন স্কিল অন্যতম। আর টিম ওয়ার্কের মাধ্যমে আপনি এই স্কিল অর্জন করতে বাধ্য। একটি টিম ওয়ার্কের জন্য অবশ্যই দরকার ভালো কমিউনিকেশন। একে অপরের সাথে কমিউনিকেট করে তবেই একটি টিম ওয়ার্ক করা যায়।
- জ্ঞানের পরিধি বাড়ায়-
একটি টিম বা গ্রুপের সাথে আপনি যখন কাজ করবেন আপনার জ্ঞানের পরিধি বাড়বে, আপনি নতুন অনেক কিছু শিখতে পারবেন এবং শিখতে আগ্রহী হবেন। কারণ মানুষ দেখে শিখে। একটি টিমে অনেক ধরণের মানুষ থাকে যাদের একেকজনের একেক বিষয়ে স্কিল এবং ট্যালেন্ট থাকতে পারে। যা দেখে বা শুনে আপনি শিখতে পারেন, জানতে পারেন।
- রিস্ক নিতে শেখায়-
“সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ”! অর্থাৎ আপনি যখন একটি টিমের হয়ে কাজ করবেন আপনার সাহস বাড়বে এবং আপনি ফলাফলের চেয়েও কাজের উপর বেশি ফোকাসড হবেন। হারবেন নাকি জিতবেন সেই বিষয় নিয়ে আপনার মধ্যে কোনো কনফ্লিক্ট কাজ করবে না। বরং আপনি পজিটিভ হতে শিখবেন। এবং বড় বড় চ্যালেঞ্জ এবং রিস্ক নিতে উৎসাহী হবেন।
- ক্যারিয়ার ডেভেলপমেন্ট এ সাহায্য করে-
সবশেষে যেটা না বললেই না, সেটা হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট। দিনশেষে সবাই একটি ভালো ক্যারিয়ার চায়। ভালো ক্যারিয়ারের জন্য অবশ্যই আপনাকে টিম ওয়ার্ক করার মানসিকতা এবং দক্ষতা থাকতে হবে। কর্পোরেট সেক্টর হোক কিংবা নিজের ব্যবসা আপনাকে অবশ্যই দলবদ্ধ হয়ে কাজ করতে হবে, একা একা আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন না। তাই ক্যারিয়ার ডেভেলপমেন্টে টিম ওয়ার্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।
সোলো কিংবা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক এ এইসব বেনিফিটস আপনি পাবেন না। একা একা কোনো কাজ করে সফলতা অর্জন করা বেশ কঠিন এবং ডিপ্রেসিং ও বটে। একা একা কাজে আপনাকে সব কাজ একাই করতে হবে ফলে আপনার কাছে প্রেশার লাগতে পারে, আপনি সহজেই ডিমোটিভেটেড ফিল করতে পারেন। চার পাঁচজন মিলে একটি কাজ করলে সেই কাজ যতটা ক্রিয়েটিভ হবে একা করলে ততটা কখনোই হবেনা। তাই টিম ওয়ার্ক সব সময় ইফেক্টিভ।
আমাদের আরো ব্লগ পড়তে ক্লিক করুন এখানে।
Writer
Fahmida Islam Tasmee
Intern
Content Writer
YSSE