স্টিভ জবস নামটির সঙ্গে আমরা সবাই পরিচিত। উদ্যোক্তাদের মাঝে তিনি আমার সবচেয়ে প্রিয় একজন। কেননা তিনি তার ক্যারিয়ার একদম শূন্য থেকে শুরু করেছিলেন এবং ২০১১ তে যখন তিনি মৃত্যুবরণ করেন তখন তার নিজস্ব আয় ছিল ১০ বিলিয়ন ডলার। শূন্য থেকে সফলতার শীর্ষে পদার্পণ করতে তিনি যে ১০ টি নিয়ম অনুসরণ করেছিলেন চলুন তা জেনে নেওয়া যাক।
১. DON’T LIVE A LIMITED LIFE
স্টিভ জবস বলেন, “আমাদের সবার মাঝেই অসীম সম্ভাবনা রয়েছে”। প্রত্যেকেরই উচিত কোনো একটি নির্দিষ্ট সীমার মাঝে সীমাবদ্ধ না থেকে যত সুযোগ রয়েছে সব কাজে লাগানো। আপনি তাই করুন যা আপনার মনে হয় যে এটি এমন হওয়া উচিত, এমন নয় যে এটি এমন আছে এমনই থাক।
২. HAVE PASSION
দুর্দান্ত কিছু করা একজনের পক্ষে অনেক অনেক কঠিন যতক্ষণ না তিনি সেই কাজকে ভালোবাসেন। ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, স্টিভ জবস বিশ্বাস করতেন প্রত্যেক সফল ব্যক্তিই তাদের নিজ নিজ কাজকে অনেক বেশি ভালোবাসতেন এবং কাজের প্রতি একাগ্রতার জন্যই তারা অনেক কঠিন পরিস্থিতিও সহজে মোকাবিলা করতে পেরেছিলেন।
৩. DESIGN FOR YOURSELF
যখন কিছু করবেন বা বানাবেন তখন এটা ভেবে করুন যে আপনি এটাতে কেমন ফলাফল চাচ্ছেন। এই ভাবনার জন্যই স্টিভ জবসের কাছে থেকে আমরা অনেক আইকনিক প্রোডাক্ট যেমন, I Pad, I Phone ইত্যাদি পেয়েছি।
৪. DON’T SELL CRAP
যখন কোনো প্রোডাক্ট তৈরি করবেন লক্ষ্য রাখবেন তার গুণগত মান বা কোয়ালিটি যেনো অনেক ভালো হয়। অ্যাপল এর প্রত্যেক প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো আর তাই তাদের অনেক কাস্টমার আছে।
৫. BUILD A GREAT TEAM
কোনো প্রোডাক্ট তখনই সেরা হয় যখন সেই প্রোডাক্টের জন্যে সেরা টিম কাজ করে। স্টিভ জবস সবসময় বলতেন তার সবথেকে কঠিন কাজের একটি ছিলো কর্মচারী নিয়োগ দেয়া। তিনি তখনই কাউকে নিয়োগ দিতেন যখন তিনি তার থেকেও ভালো কর্মচারী পেতেন। স্মার্ট কর্মচারী নিয়োগ দিয়ে তাদের কি করতে হবে বলার আসলে কোনো মানে রাখে না। বরং তিনি নিয়োগ দিতেন এটা ভেবে যে স্মার্ট কর্মচারীরা তাদের নতুন নতুন আইডিয়া শেয়ার করবে।
৬. DON’T DO IT FOR MONEY
যখন আপনি আপনার পছন্দের কাজটি বেছে নিবেন, যখন কাজকে উপভোগ করবেন তখন সেই কাজে কখনো ক্লান্তি আসবে না এবং ফলাফল ও অনেক ভালো আসবে। স্টিভ জবস পৃথিবীতে পরিবর্তন আনতে কাজ করেছিলেন এবং সেই কাজের জন্যই তিনি মাত্র ২৫ বছর বয়সে ১০০ মিলিয়ন ডলারের মালিক ছিলেন।
৭. BE PROUD OF YOUR PRODUCTS
কোনো প্রোডাক্ট এমনভাবে তৈরি করুন যেনো তা সহজেই মানুষজনের কাছে গর্ব করে Recommend করা যায় তাহলে অর্থ আপনা আপনি আসবে। সবসময় চেষ্টা করুন ভালো গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট তৈরি করতে যা মানুষ ব্যবহার করতে ভালোবাসে।
৮.BUILD AROUND CUSTOMERS
যখন কোনো প্রোডাক্ট তৈরি করবেন চেষ্টা করবেন সেই প্রোডাক্ট যেনো কাস্টমারদের সমস্যা সমাধান করতে পারে এবং তা তাদের জীবনকে আরো সহজ এবং আধুনিক করে তুলতে পারে।
৯. MARKETING IS ABOUT VALUES
স্টিভ জবস কখনো প্রোডাক্ট এর মূল্যে প্রতিযোগিতা করেননি বরং তিনি সবসময় প্রোডাক্ট এর ফিচার এবং কোয়ালিটি তে প্রতিযোগিতা করেছেন।
১০. STAY HUNGRY, STAY FOOLISH
জীবনে অনেক কঠিন সময় আসবে এবং প্রত্যেকবার আপনাকে নতুন কিছু শিখিয়ে যাবে। কখনোই এক বিষয়ে সফল হবার পর থেমে থাকবেন না। চেষ্টা করবেন এমন কিছু করার যা কেউ কল্পনাও করে নি।
মোঃ শওকত আলম ফয়সাল
ইন্টার্ণ, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট, ওয়াইএসএসই