এশিয়ান ডেভেলাপমেন্ট ব্যংক (এডিবি) পূর্বাভাস দিয়েছে যে বাংলাদেশের মোট দেশীয় উৎপাদন (জিডিপি) এ অর্থবছরে সর্বোচ্চ ৫.৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। প্রথমেই খেয়াল করার মতো বিষয় করোনার জন্য দেশের অর্থনৈতিক সূচকগুলো আগের বছরে নেতিবাচক দিকেই ছিল। বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা আগের তুলনায় উন্নয়নের দিকে। এর নির্দেশক হিসেবে দেখা যায় অধিক রেমিটেন্স, রপ্তানি আয়, বেশি উৎপাদন। কিন্তু এখন দেশে লকডাউন চলছে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে। এ প্রসঙ্গে এডিবি এর দেশীয় পরিচালক মনমোহন প্রকাশ বলেছেন, “বর্তমান করোনার অবস্থা ও লকডাউনের জন্য জিডিপি এর যে বৃদ্ধি ৬.৮ শতাংশ বলে ধারণা করা হচ্ছিল এ অর্থবছর তা প্রায় এক শতাংশ কাটা পড়বে। ৬.৮ শতাংশ বৃদ্ধি এর পূর্বাভাস করোনার দ্বিতীয় ঢেউ এর আগে করা হয়েছিল মার্চ মাসে। বর্তমানে এডিবি এর মতে এই বৃদ্ধি ৫.৫ শতাংশ থেকে ৫.৮ শতাংশ এর মধ্যে থাকবে।” তিনি এ কথাগুলো ২৮ এপ্রিল একটি ভার্চুয়াল কনফেরেন্সে বলেন।
মনমোহন প্রকাশ এ প্রসঙ্গে আরো বলেন যে, বাংলাদেশ সরকার বেশ ভালোভাবে করোনার প্রথম ঢেউ সামলাতে সক্ষম হয়েছে এবং অর্থনীতির ক্ষতি কমের মধ্যে রাখতে পেরেছে। এই মহামারী একটা সুযোগও বটে স্বাস্থ্য বিভাগ, সামাজিক সুরক্ষা, নতুন বিনিয়োগ ও ব্যবসা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এর গাঠনিক কোনো ভুল থাকলে সেটা ঠিক করে ফেলার যা পরবর্তীতে দেশকে অর্থনৈতিক উন্নয়ন ঘটানোয় আরো এগিয়ে রাখতে সক্ষম হবে। পরবর্তী ৫ বছর পরিকল্পনার মধ্যে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে সরকার করোনা-পরবর্তী দেশীয় অর্থনীতিকে আরো চাঙ্গা করে তুলতে পারবে।
দেশে রেমিটেন্সের হার ৩৫.১ শতাংশ বেড়েছে ২০২১ অর্থবছরের প্রথম নয় মাসেই সরকারি উদ্যোগের কারণে। এই অধিক রেমিটেন্স দেশের উৎপাদনে বিশেষ ভূমিকা রাখবে বলে ধারণা করা যায়। পূর্বাভাস অনুযায়ী অধিক রেমিটেন্স জিডিপি এর ০.৭% পর্যন্ত বৃদ্ধি ঘটাবে। বেসরকারি বিনিয়োগ যেভাবে স্থবির হয়ে পড়েছিল মহামারী এর জন্য, সেটাও আবার গতি পাবে খুব শীঘ্রই। তবে রিপোর্ট অনুযায়ী, এ অর্থবছরে মুদ্রাস্ফীতি এর আশঙ্কা রয়েছে বিশ্বব্যাপী খাবার পণ্যের মূল্য ও জ্বালানী এর মূল্য অধিক থাকার জন্য।মুদ্রাস্ফীতি ঘটলে জিডিপি বেড়ে আসলে কতটুকু লাভ হবে সেটাও চিন্তা করার মতো বিষয়। তাছাড়া করোনা লকডাউনে দেশের অবস্থা এখন অনিশ্চিত। ভারতে করোনার নতুন স্ট্রেইন যেভাবে ছড়িয়ে পড়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধসিয়ে ফেলেছে, প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যথেষ্ট ভয় ও সচেতনতার কারণ রয়েছে। যদি করোনার এই ঢেউকে নিয়ন্ত্রণ করা যায় সঠিকভাবে তাহলে জিডিপি এর সাথে সাথে দেশের অন্যান্য অর্থনৈতিক সূচকগুলোও উন্নয়নের মুখ দেখবে।
এরকম আরো ব্লগ পড়ুন এখানে।
কাজী রিয়াজুল হাসান
ইন্টার্ণ, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE