তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা উৎসাহ এবং উদ্দীপনা জোগানোর জন্য আয়োজন করা হয়ে থাকে আজকের তারুণ্য। YSSE আয়োজিত “আজকের তারুণ্য” এর ৩৬ তম পর্বের অতিথি হিসেবে ছিলেন “ফ্লোরিদা শারমিন সেতু” এবং “জোবায়ের হোসেইন”।
ফ্লোরিদা শারমিন সেতু বর্তমানে “Recycle Bin” গ্রুপের এডমিন ও ক্রিয়েটর এবং “Closet De Florida” এর ওউনার হিসেবে আছেন।
জোবায়ের হোসেইন “VATChecker” এর প্রতিষ্ঠাতা। “Jubayer App Academy” এর ট্রেইনার হিসেবে নিযুক্ত আছেন। এছাড়াও তিনি “Bongo Bazar” এর প্রতিষ্ঠাতা হিসেবে আছেন। তিনি একজন সফটওয়্যার ইন্জিনিয়ার, লেখক এবং ট্রেইনার। ইতিমধ্যে তিনি ন্যাশনাল মোবাইল অ্যাপ এওয়ার্ড, ওয়াল্ড সামিট এওয়ার্ড, mBillionth Award South ASIA এর মতো আরো বেশ কয়েকটি এওয়ার্ড পেয়েছেন। সম্প্রতি তার লেখা বইটি “মোবাইল অ্যাপে ক্যারিয়ার” বেশ ভালো সাড়া পেয়েছে।
অনুষ্ঠানটির উপস্থাপনা করেন YSSE এর Business Development বিভাগের ইন্টার্ন মুশফিরাত তাবাসসুম এবং সৌদা মারিয়ম।
পুরোটা সময় জুরে তারা তাদের জিবনের অনেক অভিজ্ঞতা শেয়ার করেছেন।
ফ্লোরিদা শারমিন সেতু পড়াশুনা করেছিলেন ফার্মেসি বিভাগ থেকে। পড়াশুনা শেষ করে ভালে একটা কোম্পানিতেও জব পেয়ে যান। কিছুদিন পর তিনি ভাবলেন আলাদা কিছু করা যায় কিনা, যা থেকে তাকে আলাদা করে চেনা যাবে, বাচঁতে পারবেন নিজের ইচ্ছে মতো। যেই ভাবা সেই কাজ। তিনি চাকরি ছেড়ে দিয়ে এর প্রতিষ্ঠা করেন Closet De Florida। তখন থেকে উদ্যোক্তা হিসেবে তার যাত্রা শুরু হয়। শুরুতে বেশ কিছু বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়েছে তার। সেভাবে উৎসাহ পাননি পরিবারের। তবে তিনি নিজে খুশি ছিলেন তার কাজ নিয়ে। এরপর হঠাৎ করে তার মনে হলো আমাদের ব্যবহৃত পুরনো জিনিস গুলো যদি আবার ব্যবহার করা যায় নতুন করে তাহলে খুব ভালো হয়। সে উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন রিসাইকেল বিন গ্রুপ। রিসাইকেল বিন এর ট্যাগ লাইন হল ‘Drop your needless thing’.
অন্যদিকে জোবায়ের হোসেইন এর ছোটবেলা থেকেই হ্যাকার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। আগ্রহের বয়সে তিনি প্রোগ্রামিং শেখেন, এরপর তিনি বেশ কিছুদিন যুব উন্নয়ন কেন্দ্র তে প্রোগ্রামিং ট্রেনার হিসেবে জয়েন করেন। আইটি সেক্টরের বয়স প্রায় ১১ বছর। তিনি মাত্র ১৫ বছরে তার কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। কিছুদিন আগে তার ‘মোবাইল অ্যাপে ক্যারিয়ার’ বইটি তিনি মূলত লিখেছিলেন তরুণ প্রজন্মের জন্য যারা মোবাইল অ্যাপ তৈরি করে নিজেদের ক্যারিয়ার গড়তে পারেন।
জোবায়ের হোসেইন তরুণদের জন্য বলেছেন, ‘নিজেদের স্কিল গুলো বাড়ানোর জন্য কাজ করতে, কম্পিউটার স্কিল বাড়ানোর জন্য, অ্যাপ ডেভেলপমেন্ট এর কাজ শেখা, প্রোগ্রামিং শেখা। তিনি বলেন, ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে আমাদের নিজেকে যে জায়গায় আমরা দেখতে চাই সেখানে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। যত বাধাই আসুক না কেন আমাদের লক্ষ যেন ঠিক থাকে জীবনে দুইটা জিনিস যদি আলাদা করা যায় তাহলে আপনি সফল হবেন। একটা হচ্ছে সারভাইভাল এবং আরেকটা হচ্ছে জীবনের লক্ষ্য। উদ্যোক্তা হওয়া অবশ্যই ভালো দিক, কিন্তু শুরুটা আগে করতে হবে। আপনারা সকলেই অনেক মেধাবী, আশাবাদী। প্রত্যেকটা মানুষের সফলতার পথ আলাদা। কাউকে অনুসরণ না করে নিজে যেটা ভালো লাগে সেটা করুন।
ফ্লোরীদা শারমিন সেতু উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, ‘মেধা ধৈর্য এবং বুদ্ধি অটুট বিশ্বাস খাটিয়ে ভালো কিছু করা সম্ভব। কাউকে অনুসরণ না করে নিজস্ব চিন্তা কাজে লাগানো উচিত। আপনি যেটাতে ভালো সেটাই করা উচিত। নিজের মতো করে স্বপ্ন দেখা শুরু করা এবং সেটা বাস্তবায়ন করার জন্য কাজ করা উচিত।’
খায়রুন্নাহার পিংকি
কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট, ইন্টার্ন
ওয়াইএসএসই