বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় প্রায় প্রতি বছরই পরিবর্তন আসে। তাদের সর্বশেষ ‘ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স’ উপর নির্ভর করে এই তালিকা নির্ধারণ করা হয়ে থাকে। এই প্রতিবেদনটি সাজানো হয়েছে জানুয়ারি ২৮, ২০২২ এর ‘রিয়েল-টাইম ফোর্বস্ লিস্ট’ এ প্রকাশিত বিশ্বের শীর্ষ পাঁচ ধনী ব্যক্তি এবং তাদের সম্পর্কে কিছু তথ্য নিয়ে।
১. ইলন মাস্ক: $২১৮.৩ বিলিয়ন
ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি প্রস্ততকারক বিশ্বখ্যাত টেসলার মাধ্যমে পৃথিবীতে এবং রকেট প্রস্ততকারক স্পেসএক্স-এর মাধ্যমে মহাকাশে- উভয় ক্ষেত্রের পরিবহন ব্যবস্থায়ই বৈপ্লবিক পরিবর্তন আনতে কাজ করে চলেছেন। টেসলার বর্তমান মূল্য প্রায় ৮০০ বিলিয়ন এবং রকেট প্রস্ততকারক স্পেসএক্স এর বর্তমান মূল্য প্রায় ১০০ বিলিয়ন। তার সম্পদের পরিমাণ বর্তমানে $২১৮.৩ বিলিয়ন। নিউইয়র্ক টাইমস মাস্ককে ‘ধাতব স্যুটবিহীন আয়রনম্যান’ বলে আখ্যায়িত করেছে। বিশ্ববিখ্যাত পে-পাল-ও মাস্ক-এরই অবদান।
২. বার্নার্ড আর্নল্ট – $১৮৮.৬ বিলিয়ন
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় জেফ বেজোসকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ফ্রান্সের ফ্যাশন টাইকুন বার্নার্ড আর্নল্ট ইউরোপের বিলাস পণ্য প্রস্তুত কোম্পানি এলভিএমএইচ গ্রুপের মালিক। বিশ্বের শীর্ষ ব্র্যান্ড লুইস ভিট্টন, ক্রিস্টিয়ান ডায়র ও গিভেনচিসহ ৭০ টিরও বেশি ব্র্যান্ডের সাম্রাজ্য জুড়ে তার ব্যবসা। বর্তমানে তার সম্পদের পরিমাণ $১৮৮.৬ বিলিয়ন। কোভিড মহামারির মধ্যেই আর্নল্টের সম্পদের পরিমাণ গত বছর মার্চ থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে বলে জানা যায়।
৩. জেফ বেজোস: $১৬৫.৫ বিলিয়ন
বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তৃতীয় স্থানে এখন অনলাইনে বেচাকেনার বৈশ্বিক প্রতিষ্ঠান অ্যামাজনের সিইও ও প্রতিষ্ঠাতা জেফ বেজোস। অ্যামাজন ডট কম তার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয়। তার মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১৬৫.৫ বিলিয়ন। ১৯৯৪ সালে সিয়াটলে তার গ্যারেজ থেকেই অ্যামাজনের জন্ম। করোনভাইরাস মহামারীর কারণে আরও বেশি লোক অনলাইনে কেনাকাটা করায় এই ‘ই-কমার্স জায়ান্ট’ -টি অভাবনীয় সাফল্যের মুখ দেখেছে।
৪. বিল গেটস: $১৩০.৭ বিলিয়ন
বিশ্বের চতুর্থ ধনীর স্থান দখল করে আছেন আমেরিকান ব্যবসায়ী, বিনিয়োগকারী, সফটওয়্যার বিকাশকারী এবং লেখক বিল গেটস। তিনি ছিলেন ১৯৭০-৮০ এর দশকের মাইক্রোকম্পিউটার বিপ্লবের সেরা একজন উদ্যোক্তা। পড়াশোনা জীবনের বেশির ভাগ সময়ই তার কাটতো কলেজের কম্পিউটার ল্যাবে। বন্ধু এলেনকে সাথে নিয়ে তিনি তৈরি করে ফেলেন ইন্টেল ‘৮০৮০’ সিপিইউতে ব্যবহার উপযোগী এম.আই.টি.এস-৪৪০০। এরপরে গেটস নিজের সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করেন। বর্তমানে বিল গেটস-এর মোট সম্পদের পরিমাণ প্রায় ১৩০.৭ বিলিয়ন।
৫. ওয়ারেন বাফেট: $১১১.১ বিলিয়ন
বর্তমান সময়ের পঞ্চম ধনী এবং সর্ব সময়ের সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসাবে খ্যাত ওয়ারেন এডওয়ার্ড বাফেট । আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রায় বন্ধ হতে চলা বার্কশায়ার হ্যাথওয়ে কিনে বিশ্বের সেরা কোম্পানিগুলোর একটি বানিয়েছেন বাফেট। তার কোম্পানির প্রতি ‘এ’ ক্লাস- শেয়ারের মূল্য প্রায় ৩লক্ষ ইউএস ডলারেরও বেশি। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১১১.১ বিলিয়ন। এ্যাপল, কোকাকোলা, এবং ব্যাংক অব আমেরিকার মতো বহু নামীদামী কোম্পানির শেয়ার রয়েছে ওয়ারেন বাফেটের।
আরও পড়তে ক্লিক করুন এখানে
Moumita Sarkar Oyshi
Intern, Content Writing Department
YSSE