“এত উঁচা উঁচা বিল্ডিং বানাইলো, তয় আজ অবধি ট্রাফিকটারে কন্ট্রোলে আনবার পারলো না!”
“ভেনিসে ক্যান যাইবার চাইতাসেন মিঁয়া ভাই, বর্ষাডা অবধি একটু অপেক্ষা করেন! এই শহরডারেই ভেনিসের লাহান লাগবো তখন। আমি তো হেই সময় রিকশা চালানো বাদ দিয়া রাস্তায় মাছ ধরি!”
“আরেহ ভাই, কই আপনি? আমার বোনের হলুদ সন্ধ্যা তো শেষ অলরেডি। আপনাদের কেক কখন এসে পৌঁছাবে? আজব তো!”
সংলাপগুলো ছিল তিনজন মেট্রোপলিটন নিবাসীর বক্তব্য। আসলেই তো! দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছি আমরা, অথচ মেট্রোপলিটন শহরগুলোতে বসবাসকারী মানুষের জীবনমানের উন্নতি, সেভাবে ঠিক হচ্ছে না!
দরকার নেই আলাদিনের চেরাগের, কারণ, শহরবাসীর এসব দুর্ভোগের অবসান ঘটাতে পারেন আপনারাই। আর তাই বাংলাদেশের সকল আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য, ব্ল্যাক ব্রেইন্সের এবারের আয়োজন ‘Ideation 1.0’, powered by Nirzaash, co-powered by Youth School for Social Entrepreneurs (YSSE).
বর্তমান বাংলাদেশের অন্যতম একটি নন-প্রফিট অর্গানাইজেশন হল ব্ল্যাক ব্রেইন্স। ২০১৭ সালে যাত্রা শুরুর মধ্য দিয়ে, আমরা একে একে আয়োজন করেছি মেডিসেবা, সিএস্পি (Corporate Simulation Program), লাইটহাউজ এবং টিওয়াইবির (Table of Youth Brains) মতো প্রোগ্রাম। মানুষের মুখে হাসি ফোটানো আর আমাদের শিক্ষার্থীদের কর্পোরেট দুনিয়ার খুঁটিনাটির সাথে যথাযথ ভাবে পরিচিত করে তোলাই ছিল, আমাদের স্বপ্ন। ইতোমধ্যেই আমাদের ৮টি সিএস্পি এডিশনের মধ্য দিয়ে আমরা পৌঁছে যেতে সক্ষম হয়েছি, দেশে-বিদেশের এক ঝাঁক তরুণ শিক্ষার্থীদের মাঝে।
আমরা সবসময়ই মনে-প্রাণে বিশ্বাস করে এসেছি যে, সমাজ পরিবর্তনের ডাক ব্যক্তিবিশেষের উদ্যোগে দেয়া সম্ভব নয়। এ জন্য দরকার তারুণ্যের শক্তির, যাদের হাত ধরেই সমাজের যাবতীয় জরা-গ্লানি-ক্লান্তি ঘুঁচে যাবে, মুক্ত হবো আমরা।
আর তাই আপনাদের জন্যই এইবারে ব্ল্যাক ব্রেইন্সের নতুন সূচনা, ‘Ideation 1.0’, মেট্রোপলিটনের যাবতীয় সমস্যার সমাধান করতে বদ্ধপরিকর, একটি ভিন্ন ধারার আইডিয়া কম্পিটিশান। ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন, চলবে ১৭ই জুন, ২০২১ পর্যন্ত। তবে আর দেরি কেন? বানিয়ে ফেলুন আপনার টিম, আর মাথা খাঁটিয়ে বের করুন এমন একটি আনকোরা নতুন আইডিয়া, যেটি ভাবেনি এর আগে কেউই! হয়তো বা আপনাদের মাথা থেকেই আসতে চলেছে, পরবর্তী দেশসেরা আইডিয়াটি, যেটি ডিজিটাল বাংলাদেশের দিকে আমাদের যাত্রাকে এগিয়ে নেবে আরো এক ধাপ।
বর্তমান শিক্ষার্থীদের মাঝে যারা ইতোমধ্যেই এমন আইডিয়া কম্পিটিশানগুলোয় অংশগ্রহণ করেছেন, তাদের বরাবরই একটি সাধারণ অভিযোগ থেকে থাকে। অনেকসময় তাদের আইডিয়াটি গৃহীত তো হয়ই না, উপরন্তু তারা জানতেও পারেন না, কী কী ভুল ছিল তাদের চিন্তাধারায়। ফলে অধিকাংশ সময়েই এমন উদীয়মান আইডিয়া জেনারেটররা আটকা পড়েন রিজেকশানের একটি হতাশাজনক লুপে। আর আপনাদের এই সকল প্রশ্নোত্তরের সমাধান দিতেই, ব্ল্যাক ব্রেইন্সের এবারের আইডিয়া কম্পিটিশানে প্রতিটি অংশগ্রহণকারীর জন্য থাকছে, এক্সপার্টদের সাথে এক্সক্লুসিভ সেশনে অংশ নেয়ার সুযোগ! যেন আপনাদের চমৎকার আইডিয়াটির যাত্রা এখানেই শেষ না হয়ে যায়!
ব্ল্যাক ব্রেইন্স সব সময়ই বিশ্বাস করে, আপনাদের প্রতিটি আইডিয়াই সমানভাবে মূল্যবান। এবং আপনাদের প্রতিটি আইডিয়াতেই রয়েছে দিনবদলের শক্তি।
পাশাপাশি, বিজয়ী আইডিয়াবাজদের জন্য পুরষ্কার স্বরুপ থাকবে নগদ অর্থ, সার্টিফিকেট, গিফট হ্যাম্পার, এবং আমাদের পরবর্তী সিএস্পি এডিশনে সরাসরি যোগদানের সুযোগসহ আরো অনেক আকর্ষণীয় পুরষ্কার।
বিস্তারিত জানতে এখনি ভিজিট করুন:
https://blackbrains.xyz/ideation/
ফেসবুক ইভেন্ট:
ব্ল্যাক ব্রেইন্স অফিশিয়াল ফেসবুক পেইজ:
https://www.facebook.com/cspblackbrains/
ব্ল্যাক ব্রেইন্স অফিশিয়াল লিকডইন পেইজ:
https://www.linkedin.com/company/blackbrains