সম্প্রতি সময়ে ইন্টারনেট দুনিয়ায় আলোচিত ও ব্যবহৃত একটি সফটওয়্যার বা অ্যাপ হলো ভিপিএন। এর সঠিক ব্যবহার সম্পর্কে যথাযথ ধারণা নেই অনেকেরই। মজার ও অবাক করা কিছু ব্যবহার রয়েছে ভিপিএন এর।
ভিপিএনের পূর্ণরূপ ‘ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক’। এটি প্রধানত নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যবহৃত হয়ে থাকে। কয়েকটি জনপ্রিয় ভিপিএনের মধ্যে রয়েছে-
১) ট্যানেল বেয়ার ভিপিএন।
২) হটস্পট শেইল্ড ভিপিএন।
৩) জেনমেট ভিপিএন।
৪) আভিরা পানথম।
৫) রেডমিন ভিপিএন।
জনবহুল এলাকায়, খোলা স্থানে বা সম্পূর্ণ নতুন জায়গায় ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে ভিপিএন সুরক্ষা দেয়। মোবাইল কিংবা কম্পিউটার ডিভাইসে ব্যাক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে ভিপিএন। বিভিন্ন অনিবন্ধিত ওয়েবসাইট বা সার্চইঞ্জিনে অজ্ঞাতনামে নিজের তথ্য গোপন রেখে প্রবেশের ক্ষেত্রে ভিপিএন সহায়ক।ভিপিএনের ব্যবহার খুবই সহজ ও সাশ্রয়ী। যেকোনো ডিভাইসেই ভিপিএন ভালে সুবিধা দেয়। ল্যাপটপ, পিসি, মোবাইল, এমনকি অনেক গেইম উপকরণে ভিপিএন কার্যকর।
বর্তমানে বেশিরভাগ মানুষের কাজ অনলাইন ভিত্তিক হওয়ায় বেশিরভাগ মানুষই নিরাপত্তার স্বার্থেই ভিপিএন ব্যবহার করে থাকে। ভিপিএন ব্যবহারের ফলে কোনোরকম চিন্তা ছাড়াই অনলাইন দুনিয়ায় বিচরণ করা সম্ভব। হতে পারে আপনি টরেনটারে আগ্রহী কিন্তু আইএসপি জানাতে চান না তবে ভিপিএন আপনার সমাধান হতে পারে। অথবা আপনার অবস্থান সম্পর্কে আপনি আপনার ডিভাইসে তথ্য ছড়াতে চান না, ভালো ভিপিএন আপনাকে ভিন্ন দেশে অবস্থান করে আইপি পরিবর্তনের সুযোগ দেবে একইসাথে আপনার অবস্থানের তথ্য সুরক্ষা করবে। বহুবিধ ব্যবহারের কারণে কৌতুহলী ও উৎসুক মানুষের জন্য ভিপিএনের জুড়ি নেই। যেমনঃ যারা নেটফ্লিক্সের পুরো পৃথিবীর শো, সিরিজ এবং মুভি সহজে পেতে চায় তাদের সাহায্য করবে ভিপিএন। ইন্টারনেট ব্যবহারকে সহজতর করা ভিপিএনের আরও একটি সুবিধা। মনে করুন কোনো ছুটির দিনে বা প্রয়োজনে আপনার প্রিয় অ্যাপটি বন্ধ হলো, ভিপিএন আপনাকে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেবে। ইন্টারনেট গতিকে বাড়িয়ে তুলে আপনার প্রয়োজনে সহায়ক হতে পারে ভিপিএন।
সবমিলিয়ে ভিপিএনের বহুবিধ সুবিধা মানুষের মনোযোগ আকর্ষন করেছে। কেবল ব্যাক্তিগত প্রয়োজন ছাড়াও ভিপিএন প্রাতিষ্ঠানিক কাজে এবং ব্যবসায়িক অঙ্গনে ভিপিএনের ব্যবহার সমাদৃত। উন্নত বিশ্বে এর ব্যবহার ক্রমশই বেড়ে চলছে। একইসাথে এর ফিচারকে ক্রমাগতই উন্নত করা হচ্ছে।
সোর্সঃ www.techrader.com
Also read:
To increase mental strength, read the following blog:
https://ysseglobal.org/blog/mental-strength-why-is-lt-emergent/
সুমাইয়া সুলতানা
ইন্টার্ন, ওয়াইএসএসই।