সম্প্রতি এক মিডিয়া রিলিজ অনুযায়ী, ভয়েস অফ আমেরিকার বাংলায় রেডিও সার্ভিস বন্ধ হয়ে যাচ্ছে আগামী ১৭ তারিখ। অর্থাৎ ১৮ তারিখ থেকে ভয়েস অফ আমেরিকায় কোন বাংলা প্রোগ্রাম শুনা যাবেনা।
প্রায় সাড়ে ছয় দশক ধরে ভয়েস অফ আমেরিকা তাদের রেডিও সার্ভিস দিয়ে গেছে। কিন্তু গত মঙ্গলবার তাদের পক্ষ থেকে এই হৃদয়বিদারী ঘোষণা আসে যে তারা তাদের বাংলা রেডিও সার্ভিস বন্ধ করে দিচ্ছে যা লাখো মানুষকে সেবা দিয়েছিলো বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিম বাংলার আসাম, ত্রিপুরা, কোলকাতায়।
ভয়েস অফ আমেরিকার পথচলা শুরু হয় ১৯৫৮ সালে, তখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিলো এবং তৎকালীন পশ্চিম পাকিস্তানের ইস্যু করা মার্শাল ল তে আবদ্ধ ছিলো। সেসময় পূর্ব পাকিস্তানে কোন টেলিভিশন ছিলোনা এবং অনেকের ব্যক্তিগত রেডিও ছিলোনা। এক্ষেত্রে ভয়েস অফ আমেরিকার রেডিও ট্রান্সমিশনগুলা অনেকটা লাইফলাইন এর মতো ছিলো। যারা বাংলাভাষী ছিলেন তাদের জন্য এটা খুবই ভালো একটা সংবাদ ছিলো কারণ এর মাধ্যমে তারা স্বাধীন খবর এবং তথ্য পেতো।
ভয়েস অফ আমেরিকার সার্ভিস চিফ শতরূপা বড়ুয়া বলেন, ভয়েস অফ আমেরিকার বাংলা রেডিও পুরা বিশ্বের খবর এর শ্রোতাদের কাছে নিয়ে এসেছিলো সেদিন থেকে যেদিন রেডিও খবরের জন্য প্রাথমিক মাধ্যম ছিলো। এটা আমাদের গড়ে উঠার একটা প্রধান জিনিস ছিলো, আমাদের পরিবারের একটা অংশ। এই খ্যাতিকে ভিত্তি করে আমরা নিজেদের গড়ে তুলবো, নিজেদের উপস্থিতি মিডিয়ায় বৃদ্ধি করে যা এখন অনেক বেশি ব্যবহৃত ছোত এবং মাঝারি তরঙ্গের রেডিওর তুলনায়।
ভয়েস অফ বাংলাদেশ এর শেষদিনগুলোয় তারা কিছু পুরনো অনুষ্ঠান প্রচার করবে, তাদের ১৯৫৮ সাল থেকে পচথচলার এবং সব বদলের দিকে ফিরে তাকিয়ে।
বাংলাদেশে আমাদের সার্ভিস এর যে ইতিহাস, সেটার কারনে ভয়েস অফ আমেরিকায় কাজ করা আমাদের জন্য অনেকটা স্বপ্নের চাকরির মতো। সামনে যেসব বদল আসবে, সেসব নিয়েও এই ব্যাপারটা বজায় থাকবে্ শতরূপা বড়ুয়া আরও বলেন।
ভয়েস অফ আমেরিকা মূলত আমেরিকার আন্তর্জাতিক সম্প্রচারকারী সংস্থা যা বিশ্বের সবথেকে বড় এবং সবথেকে আদি আন্তর্জাতিক সম্প্রচারকারী। ভয়েস অফ আমেরিকা প্রতিষ্ঠা হয় ১৯৪২ সালে এবং তাদের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডি.সি. তে। সারা বিশ্বে তারা ৪৭টি ভাষায় তাদের প্রোগ্রাম আছে যার মধ্যে বাংলা, ক্যান্টোনিজ, পার্সিয়ান, ফ্রেঞ্চ, রাশিয়ান, কোরিয়ান, পর্তুগিজ, স্প্যানিশ অন্যতম। বিশ্বব্যাপী তাদের সপ্তাহে ১৮০০ ঘন্টা রেডিও এবং টিভি প্রোগ্রাম চলে, প্রায় ২৩৬ মিলিয়ন দর্শক আছে এবং তাদের ১০৫০ কর্মী রয়েছে।
তথ্যসূত্রঃ বাংলা ট্রিবিউন
আমাদের আরও ব্লগ পড়তে এখানে ক্লিক করুন।
আহমাদ সৈয়দ
ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE