আইপ্যাড, ট্যাবলেট, স্মার্টফোন এবং অন্যান্য আধুনিক ডিভাইসগুলির উদ্ভাবনের সাথে সাথে মানুষের লেখার দক্ষতা প্রকাশ এবং বিকশিত করা আরো সহজ হয়ে গিয়েছে। কোন ইমেইল, ব্লগ পোস্ট বা একটি পূর্ণ উপন্যাস, যেটাই লিখুন না কেন এই আধুনিক অ্যাপগুলি আপনার কাজকে এবং আপনার লেখাকে আরো নিখুঁত করে তুলবে। আজকের এই ব্লগটিতে তাই এমনই অত্যাবশ্যকীয় ৫ টি অ্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে।
চলুন তাহলে দেখে নেই কি কি অ্যাপ ব্যবহার করে আপনি আপনার ভিতরের লেখার দক্ষতাকে আরো ভালো করে তুলে ধরতে পারবেন –
১) Evernote : এই ভার্চুয়াল নোটবুকটি তাদের জন্য যারা চিন্তা, তথ্য এবং মিডিয়া (ছবি, অডিও রেকর্ডিং সহ) সংগ্রহ এবং সংগঠিত করে রাখতে পছন্দ করেন। এই অ্যাপের কন্টেন্ট গুলো যে কোনও সময় এবং যে কোনও জায়গা থেকে অ্যাক্সেস করা সম্ভব। ভবিষ্যতে যদি কোনও গুরুত্বপূর্ণ নির্ধারিত তারিখ থাকে তবে আগে থেকে অবহিত হওয়ার জন্য একটি রিমাইন্ডার সেট করাও সম্ভব এই অ্যাপের মাধ্যমে। আপনার মাস্টারপিস বিশ্বের সাথে শেয়ার করতে চান? এই অ্যাপটির মাধ্যমে দ্রুত এবং সহজেই ফেসবুক, টুইটার, লিংকডইনে পোস্ট করতে পারবেন।
২) Dragon Diction : যেহেতু বেশিরভাগ লোকেরা কীবোর্ডে টাইপ করতে যতো সময় নেয়, তার চেয়ে কম সময় নেয় চিন্তা করতে, তাই এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার চিন্তা গুলোকে মুখে বলার মাধ্যমেই লেখার কাজ সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ এই অ্যাপটি আপনার মুখের কথাকেই লেখায় কনভার্ট করে দিবে। তারপরে সেই লেখাটি কপি করে আপনি এসএমএস, ইমেইল বা সোশ্যাল মিডিয়া যে কোন প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন।
৩) SelfControl : প্রযুক্তি-সম্পৃক্ত এই বিশ্বে কোন গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরে যাওয়া অনেকটাই সহজ। এই অ্যাপটি আপনাকে আপনার কাজে বা লেখায় ভালো করে মনোনিবেশ করতে সাহায্য করবে। এই অ্যাপটির “ব্ল্যাকলিস্ট” অপশন ব্যবহারের মাধ্যমে যেই অ্যাপগুলো আপনার কাজের বিঘ্ন ঘটায়, সেগুলোকে একটি নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে রাখতে পারবেন। এটি আপনার প্রোডাক্টিভিটি এবং ফোকাস বাড়াতে সাহায্য করবে। আপনার যেটুকু সময়ের জন্য গুরুতর ফোকাস দরকার, সেই সময় অনুযায়ী আপনি সহজেই অ্যাপটিতে টাইমার সেট করে নিতে পারবেন।
৪) Grammarly : আপনার লেখার দক্ষতাকে বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যাপ গ্রামারলি। এটি আপনি ইমেইল, মেসেজ বা কোন সোশ্যাল প্লাটফর্মের পোস্ট যাই লিখুন না কেন, সবখানেই আপনার গ্রামার ঠিক আছে কিনা কিংবা কোন বানান ভুল আছে কিনা এগুলো সব চেক করে দিবে। এর মাধ্যমে সহজেই নির্ভুলভাবে আপনার লেখা চালিয়ে যেতে পারবেন।
৫) Google Docs : গুগলের এই অ্যাপটি আপনাকে যেকোন সময় সহজেই যেকোন ডকুমেন্ট ইডিট বা লেখার সুবিধা দিয়ে থাকে। এটি আপনাকে আপনার টিমমেটদের সাথে কালেক্টিভ ফাইল তৈরি করার সুযোগ দেয়। এটি একটি দুর্দান্ত সহকারী, যা আপনাকে সরাসরি ইডিটিং এবং গ্রামার চেক করে আপনার লেখায় সহায়তা করবে।
এরকম আরো চমকপ্রদ ব্লগ পড়তে চাইলে, এখানে ক্লিক করুন।
Writer
Aqib Adnan Shafin
Content Writing Intern
YSSE