আপনি কি জানেন আপনার সোশ্যাল মিডিয়া আপনার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে!!!
আধুনিক বিশ্বে বেশীরভাগ কোম্পানি নিজেদের কর্মচারী নিয়োগ করার আগে, তাদের সোশ্যাল মিডিয়ার কার্যক্রম গুলো পর্যবেক্ষণ করে থাকে। তাই নিজের সোশ্যাল মিডিয়া কীভাবে আপনি আপনার ক্যারিয়ার এর জন্য কার্যকরী করে গড়ে তুলবেন তা জানা খুবই গুরুত্বপূর্ণ।
সবার প্রথমে চলুন জেনে নেয়া যাক কোন কোন বিষয়গুলো আপনার সোশ্যাল মিডিয়ায় একদমই করা উচিত না।
- নিজের কাজ অথবা নিজের সহকর্মীদের নিয়ে কোন প্রকার বাজে মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।
- নিজের বস অথবা আপনি যে দলে কাজ করছেন সেই দল নিয়ে মজা করবেন না।
- নিজের বর্তমান চাকরি এবং আপনি যে চাকরিগুলোর অফার পেয়েছেন অথবা পাচ্ছেন সেগুলো নিয়ে মজা করবেনা। কোন নেতিবাচক মন্তব্য করবেন না।
- আপনি যদি আপনার কোম্পানি সোশ্যাল মিডিয়া পরিচালনা করে থাকেন, সেটিকে নিজের ভেবে নিজের ব্যক্তিগত অভিমত প্রকাশ করবেন না।
- রাজনৈতিক কোন বিষয় নিয়ে নিজের বাজে কোন মন্তব্য করবেন না।
- নিজের সোশ্যাল মিডিয়াগুলোতে ভুল কোন তথ্য পোস্ট করবেন না। বিশেষ করে লিংকডইনে কখনো নিজের স্কিল অথবা নিজের কাজ নিয়ে বাড়িয়ে বলতে যাবেন না।
- আমরা অনেকসময় কাজ নিয়ে অনেক মানষিক চাপের মধ্যে থাকি। তাই কখনো ঝোঁকের বসে নিজের সোশ্যাল মিডিয়ার সবকিছু একদম মুছে ফেলবেন না।
চলুন এবার জেনে নিই সোশ্যাল মিডিয়ায় আপনি কী কী করতে পারেন, যা আপনার ক্যারিয়ার এর জন্য অনেকবেশী কার্যকর হবে।
- লিংকডইন:
আমরা সবাই জানি ক্যারিয়ার এর ক্ষেত্রে লিংকডইন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সোশ্যাল প্লাটফর্ম। তাই নিজের লিংকডইন প্রোফাইল কার্যকরভাবে সাজানো খুবই গুরুত্বপূর্ণ। আপনি কী কী বিষয়ে আগ্রহী, আপনার কাজের অভিজ্ঞতা বা আপনি কোন বিষয়ে কাজ করতে চান। এগুলো খুব ভালোভাবে নিজের প্রোফাইলে যুক্ত করুন। অবশ্যই কাজের আপডেট গুলো প্রোফাইল এ শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনি যে কাজের জন্য আগ্রহী, সেই কাজে কোন কর্মরত কোন ব্যক্তির প্রোফাইল আপনি অনুসরণ করতে পারেন। যাতে করে বুঝতে পারেন তারা কীভাবে কাজ করছে এবং কাজের ধরন কেমন।
আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় আপনার মাথায় রাখতে হবে তা হচ্ছে, লিংকডইন প্রোফাইল আপনার অন্য সকল সোশ্যাল মিডিয়াগুলোর মতো না। এটি একটি প্রফেশনাল জায়গা। তাই নিজের লিংকডইন প্রোফাইল এ কাউকে যুক্ত করার আগে চিন্তা করুন সে আপনার জন্য কতটুকু উপকারী।
- ফেসবুক:
আপনার ফেসবুক প্রোফাইল বাইরে থেকে দেখতে যাতে প্রফেশনাল লাগে সেই বিষয়ে লক্ষ্য রাখুন। আপনি কোন রাজনৈতিক বিষয় নিয়ে বাজে মন্তব্য করছেন কিনা সে বিষয় খেয়াল রাখুন। ধর্মীয় কোন বিষয় নিয়ে নেতিবাচক কিছু শেয়ার করা থেকে বিরত থাকবেন। আপনি কোন পেজ অনুসরণ করেন, আপনি কোন গ্রুপ গুলোতে আছেন সেই বিষয়গুলো আবার একটু লক্ষ্য করুন। নিজের একান্ত ব্যক্তিগত কোন বিষয় নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করা থেকে বিরত থাকুন।
- টুইটার:
টুইটার একটি জনপ্রিয় সোশ্যাল প্লাটফর্ম এবং আপনার ক্যারিয়ার এর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনি কতক্ষণ সময় পর পর টুইট করছেন এই বিষয়টি নিয়ে একবার ভাবুন। কেন ভাবতে বলছি!
ভাবতে বলছি এই কারণে, ধরুন আপনি কিছুক্ষণ পরপরই একটা টুইট করছেন। তারা ভাববে আপনি অনেক বেশি সময় নষ্ট করেন। তাই ঘন ঘন টুইট করা থেকে বিরত থাকুন। এছাড়া আপনি আপনার পছন্দের কোম্পানিকে টুইটার এর মাধ্যমে অনুসরণও করতে পারেন।
সোশ্যাল মিডিয়া সঠিকভাবে পরিচালনা করা খুবই জরুরী। আপনার উপযুক্ত দক্ষতা থাকা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ার কোন এক ভুলের কারণে আপনার ক্যারিয়ার মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অবশ্যই এটি ব্যবহারে সতর্ক থাকুন।
you can check our other blogs here
শাহানা তামান্না সাথী
ইন্টার্ন, কনটেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
ওয়াইএসএসই