বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের প্রতিভা তুলে ধরার জন্য ব্রিটিশ আমেরিকান টোবাকো(BAT) কোম্পানির উদ্যোগে ২০০৪ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে Battle of Minds প্রতিযোগিতা।
শুরুতে দেশের মাত্র ৪ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা।
অপ্রতিরোধ্য, প্রাণবন্ত এবং উচ্চাভিলাষী তরুণ শিক্ষার্থীদের এ প্রতিযোগিতা বিশ্বের বাস্তব সমস্যার সমাধান এবং ব্যবসার ভবিষ্যত পরিবর্তনকারী সৃজনশীল প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয়।
বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী দল গুলো নিজেদের সৃজনশীল উদ্ভাবনের মাধ্যমে বিশ্বের দরবারে নিজেদের মেলে ধরার প্রতিযোগিতায় মেতে ওঠে।
এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন BAT- এর উচ্চ পর্যায়ের প্রবীণ কর্মকর্তারা। প্রতিযোগিরা বিচারকদের কাছে নিজেদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপনের সুযোগ পায়, যা তাদের ভবিষ্যত ক্যারিয়ার গড়ার জন্য খুলে দিতে পারে কাঙ্ক্ষিত রাস্তা।
২০১৮-১৯ সালে বিশ্বের দরবারে বাংলাদেশের নামকে উজ্জ্বল করে বিজয়ের হাসি হেসেছিল, বাংলাদেশি দল “টিম হারভেস্ট”।
তারা বাংলাদেশের কৃষকদের বীজ সংরক্ষণ ও গুদামজাত করন সমস্যা সমাধানে AI ( Artificial Intelligence) ব্যবহারের মাধ্যমে বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে সরাসরি সংযুক্ত করে। যার ফলে কৃষকদের পূর্বের মত বীজ সংরক্ষণ ও গুদামজাত করন নিয়ে দুশ্চিন্তা হ্রাস পায়।
টিম হারভেস্ট এর গবেষণার গভীরতা, তাদের উপস্থাপন শৈলী এবং ব্যবসায়িক সম্ভাবনা বিবেচনা এনে দেয় কাঙ্ক্ষিত সাফল্য।
প্রতি বছরের মতো এবারও গত ৩ মে থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে অংশগ্রহণের আবেদন গ্ৰহণ প্রক্রিয়া।
কিভাবে অংশগ্রহণ করবেন??
১. প্রত্যেক প্রতিযোগী এবং দলকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এবং অবশ্যই ১৩ জুন ২০২১ এর মধ্যে দলগুলোকে তাদের দলের প্রোফাইল জমা করতে হবে।
২. প্রত্যেক দলকে চারটি সমস্যার মধ্যে থেকে একটি বাছাই করতে হবে। বাছাইকৃত সমস্যার উপর ভিত্তি করে দলগুলোকে পিচ ডেক তৈরি এবং জমা দিতে হবে।
৩. পিচ এবং এন্ট্রি ১৪ জুন ২০২১ থেকে ২৭ জুন ২০২১ এর মধ্যে জমা দিতে হবে।
কারা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন ???
ইচ্ছুক শিক্ষার্থীরা নিম্নোক্ত শর্ত পূরণ স্বাপেক্ষে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে;
- প্রতিযোগী কে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- প্রতিযোগীদের বয়স অবশ্যই ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।
- প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অবশ্যই একজন প্রতিযোগীকে দুই/ তিন / চার সদস্যের একটি দলে যোগদান করতে হবে। কোন প্রতিযোগী স্বতন্ত্র ভাবে অংশগ্রহণের সুযোগ পাবেন না।
- প্রতিযোগী কে অবশ্যই বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের স্নাতক অধ্যয়নরত বা সম্প্রতি স্নাতক সম্পন্নকারী হতে হবে।
- BAT এর সাথে সরাসরি অথবা অন্য কোন ভাবে জড়িত কোনো শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
রেজিস্ট্রেশনের নিয়মাবলী:
- প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের দলীয় ভাবে এবং স্বতন্ত্র ভাবে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন লিংকে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর প্রতিযোগীদের তাদের প্রত্যেকের এন্ট্রি জমা দিতে হবে। কারো এন্ট্রি জমা দিতে দেরি হলে তা গ্ৰহণ করা হবে না।
- এন্ট্রি ছাড়া কাউকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
- একজন প্রতিযোগী শুধু মাত্র একটি দলের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
যে সকল এন্ট্রি গ্ৰহণ করা হবে না:
- অটোমেটিক কম্পিউটার জেনারেটেড এন্ট্রি;
- তৃতীয় পক্ষ দ্বারা তৈরি এন্ট্রি;
- অগ্ৰহণযোগ্য, অন্য কারো এন্ট্রির পরিবর্তিত রূপ, অন্য কারো এন্ট্রির নকল;
- অসম্পূর্ণ এন্ট্রি
প্রতিযোগিতার গঠন:
প্রতিযোগী দল গুলোর জন্য ৪ ধরনের সমস্যা থাকবে, দলগুলো তাদের পছন্দমতো একটি সমস্যা বাছাই করবে। এখানে অবশ্যই মনে রাখতে হবে দলগুলোর পছন্দকৃত সমস্যার উপর নির্ভর করে তাদের প্রতিযোগিতার পরবর্তী ধাপ গুলো সমাধান করতে হবে।
সমস্যা গুলো হলো:
১. সংস্কৃতিক সমস্যা।
২. কৃষি সমস্যা।
৩. বর্জ্য সমস্যা।
৪. শক্তির সমস্যা।
প্রত্যেকটি দলকে তাদের সমস্যার উপর নির্ভর করে একটি পিচ ডেক তৈরি করতে হবে।
দলগুলোর বাছাইকৃত সমস্যার উপর নির্ভর করে তাদের একটি অনন্য পণ্য বা সেবা তৈরি করতে হবে।
তৈরিকৃত সেবা বা পণ্যটিকে অবশ্যই একটি সম্পূর্ণ সেবা বা পণ্য হতে হবে।
পণ্য বা সেবাটি ঘিরে একটি ব্যবসায়িক পরিকল্পনা দাঁড় করাতে হবে। পণ্য বা সেবা এবং সংশ্লিষ্ট পরিকল্পনা এমন হবে যাতে ঐ পণ্য বা সেবা সংশ্লিষ্ট বাজারে প্রতিযোগিতা করে পণ্য বা সেবা বিক্রয় করা যায়।
প্রতিযোগিতাটি আলাদা আলাদা তিনটি ভাগে বিভক্ত;
১. এন্ড মার্কেট সিলেকশন।
২.DRBU নির্বাচন।
৩. আন্তর্জাতিক ধাপ।
আবেদনের সময়সীমা:
৩ মে ২০২১ থেকে ১৪ জুন ২০২১ পর্যন্ত
রেজিস্ট্রেশন এবং আরও তথ্যের জন্য যোগাযোগ লিংক:
https://competition.bat-battleofminds.com/
[ বিঃদ্রঃ পিচ এবং এন্ট্রি জমা দেয়ার রেজিস্ট্রেশন লিংক অনুসরণ করতে হবে]
Md.Towhidul Islam
Content Writing Intern
YSSE