উচ্চ মাধ্যমিক শেষ করে অনেকেরই স্বপ্ন থাকে উচ্চ শিক্ষা কিংবা স্নাতক ডিগ্রি লাভ করা। আর তা যদি হয় ইউরোপ বা আমেরিকান কোন দেশে তাহলে তো কথাই নেই । ইউরোপ বা আমেরিকার মতো দেশগুলোর প্রাধান্য পাওয়ার কারণ এই দেশগুলোয় পড়াশোনার মান যেমন ভালো তেমনি প্রতিটি ডিগ্রি খুবই মূল্যবান ও সব জায়গায়ই মূল্যায়ন করা হয়।
কিন্তু অনেক কিছুই বিবেচনায় এনে যেমন- বিশ্ববিদ্যালয়গুলোর আসনসংখ্যা, বিদেশ যাত্রার নানা বিধি নিষেধ ও অর্থ- সংকট মানুষ বিদেশ যাত্রা থেকে পিছপা হয়ে পড়ে। বিশেষ করে অর্থের কথা ভেবেই মানুষ বিদেশ পাড়ির আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু আসলেই কি তাই? নাকি তারাও অন্যদের মত পাবে আশার আলো। শিক্ষা ও অন্যান্য সুবিধা খুবই কম খরচে এমনকি বিনা খরচে দিচ্ছে অনেক উন্নতমানের দেশই।
আজ আমরা জানব তেমন কিছু দেশ নিয়ে-
জার্মানি–
জার্মানিতে যে কম খরচে পড়া যায় এই বিষয়ে আমরা কম বেশি সবাই জানি। আপনারা শুনলে অবাক হবেন যে এই দেশটি স্পট অ্যাডমিশনের আয়োজন করে ও অসংখ্য সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়ে স্পট অ্যাডমিশনের আয়োজনের দিক দিয়ে এটিই প্রথম বলে জানান ভিসা ওয়ার্ল্ডওয়াইডের প্রধান নির্বাহী ড. খন্দকার ফজলুল হুদা। সম্প্রতি Ernst-Abbe-Fachhochschule Jena ( ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স)- এর ডিরেক্টর উই শার্লক নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসা কার্যালয়ে নানান রকম বিষয় যেমন- বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ই-কমার্স, মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলরস বা মাস্টার্স ইন অটোমেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রিসিশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিরিয়ারিং, বায়োটেকনোলজি, লেজার অ্যান্ড অপ্টোটেকনোলজিস এবং কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া টেকনোলজি বিষয়ে অ্যাডমিশন লেটার হস্তান্তর করেন। এমনকি বিশ্ববিদ্যালয়টিতে পড়তে কোন টিউশন ফি ও দিতে হবে না। স্পট অ্যাডমিশনের সবচেয়ে বড় সুবিধার মধ্যে একটি হল ভিসা অনেকটা নিশ্চিত এখানে।
ইতালি–
ইতালির রোমানদের হাতে লেখা যেমন ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে পরিচিত তেমনি দেশটি শিক্ষা ব্যবস্থার জন্যও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। টিউশন ফি তুলনামূলকভাবে বেশি হলেও একাডেমিক সাফল্য, ছাত্রবৃত্তি, লোন ইত্যাদি সুযোগসুবিধা দিয়ে অনেক শিক্ষার্থীকে বিনা খরচে পড়ার সুযোগ দিচ্ছে দেশটি।
ফ্রান্স
নামেমাত্র টিউশন ফি প্রদানকারী আরেকটি দেশ হল ফ্রান্স। তবে এখানে ফরাসী ভাষা বিশেষ ভূমিকা পালন করে। ফরাসী ভাষায় দক্ষ হতে পারলে যেকোনো বিদেশী শিক্ষার্থীরা পেতে পারে বিশেষ বৃত্তি। এইসব বৃত্তির অনেক অংশই কোন খরচই বহন করে না। বছরে মাত্র ৮ হাজার ডলারের মধ্যে পড়াশুনা ছাড়াও ঐতিহ্যবাহী স্থানগুলোতে ঘুরে দেখাও সম্ভব।
ভারত
খুবই কম খরচে মানসম্মত শিক্ষা দিতে এশিয়ার মধ্যে ভারতকেই বিবেচনা করা হয়। তাছাড়া বিনা খরচে শিক্ষার জন্য সরকার থেকে বিদেশী শিক্ষার্থীদের জন্য বিশেষ যে বৃত্তির ব্যবস্থাতো আছেই। তবে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর বৃত্তির ব্যবস্থা কম থাকলেও ভাল ফলাফল সাপেক্ষে বেতন কমে আসে।
স্ক্যান্ডেনেভিয়ান দেশ
স্ক্যান্ডিনেভিয়ান প্রতিটি দেশেই শিক্ষার দিক দিয়ে বেশ অগ্রসর। কিন্তু এসব দেশে ভাষাকে অধিক প্রাধান্য দেয়া হয়। স্ক্যান্ডিনেভিয়ান অন্যতম দুটি দেশ ফিনল্যান্ড ও ডেনমার্ক যেখানে শিক্ষার্থীরা পাচ্ছে বিভিন্ন বৃত্তির সুবিধা যার মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার পাশাপাশি থাকা-খাওয়ার খরচ চালিয়ে যাওয়া সম্ভব। শুধু মাত্র যারা স্নাতকোত্তর কিংবা পিএইচডি ডিগ্রী লাভ করতে আগ্রহী তাদের জন্যই এই সুবিধা। আরেকটি দেশ হল নরওয়ে যা উন্নতমানের পড়াশোনার জন্য অনেক বিখ্যাত। এই দেশে বিশ্বমানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খুবই কম খরচে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব। কিন্তু সেক্ষেত্রে ও নরওয়েজিয়ান ভাষায় দক্ষতাকে প্রাধান্য দেওয়া হয়।
তাইওয়ান
এশিয়ার দ্বীপরাষ্ট্রের একটি দেশ তাইওয়ান যেখানেও রয়েছে বিনা খরচে পড়ার সুবর্ণ সুযোগ। এই দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের উপরের তালিকায় রয়েছে। এইসব বিশ্ববিদ্যালয় প্রতি বছরই শিক্ষার্থীদের দিচ্ছে বিভিন্ন বৃত্তির সুযোগ যার মাধ্যমে তারা বিনা মূলে পড়াশোনা করতে পারবে।
অস্ট্রিয়া
অস্ট্রিয়ায় যেকোনো মহাদেশের যেকোনো ডিগ্রীর জন্য আবেদনকারী শিক্ষার্থী পড়তে পারবে তুলনামূলক কম খরচেই। তাছাড়া নানা রকম বৃত্তির সুবিধা তো আছেই। খোদ আইনস্টাইন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পড়েছেন বলেই এই শহরটি শিক্ষার্থীবান্ধব শহর বলে বিবেচিত।
বৃত্তির ওপর ভিত্তি করেই মূলত বিশ্ববিদ্যালয়গুলো বিনা খরচে পড়ার সুযোগ দিচ্ছে। অস্ট্রিয়া, তাইওয়ান, ভারত, ইতালি, ফ্রান্স, জার্মানি ছাড়াও আরও অনেক দেশ রয়েছে যেখানে শিক্ষার্থীরা পাচ্ছে উপবৃত্তি ও বিনা খরচে পড়ার সুযোগ। তবে সব কিছু বিবেচনা করে বিনা খরচে পড়ার জন্য এই ৭ টি দেশকেই বিবেচনায় আনা যেতে পারে।
আমাদের আরও ব্লগ পড়তে এখানে ক্লিক করুন।
Tamanna Binte Newaz
Intern, Content Writing Department
YSSE