এত বড় বিদেশী কোম্পানির একজন চেয়ারম্যান যিনি কিনা “বাংলাদেশী”? শুনে আশ্চর্য লাগছে? জ্বী হ্যা এটাই সত্য। বিখ্যাত টেকনোলজি ইনভেস্টর এবং উদ্যোক্তা ইমরান খানকে সম্প্রতি ডিজিটাল মিডিয়া প্লেয়ারদের গ্লোবাল পার্টনার কোম্পানি, Aleph Holding এর বোর্ডের একজন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে।
Aleph Holding:
অ্যালেফ হোল্ডিং মার্কেটের সবচেয়ে বড় কিছু ডিজিটাল মিডিয়া প্লেয়ার যেমন ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট, লিংকডইন, টুইচ এবং টিকটক কে যেকোন ছোট, বড়, নতুন অথবা পুরাতন বিজ্ঞাপনদাতার সাথে যুক্ত করে। বর্তমানে অ্যালেফ হোল্ডিং ল্যাটিন আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার প্রায় ৭০ টি মার্কেটে উপস্থিত রয়েছে। প্রায় ২০+ পার্টনার, ৫০০০+ ক্লায়েন্ট এবং ৬০০+ প্রোফেশনালদের নিয়ে অ্যালেফ হোল্ডিং কাজ করে যাচ্ছে।
এর ফাউন্ডার এবং বর্তমান সিইও গ্যাসটন টারাটুতা ২০০৫ সালে হাতে মাত্র ৫০০০ মার্কিন ডলার নিয়ে এই ব্যবসা শুরু করেন। গ্যাসটন এর ভাষ্যমতে, এ বছর শেষে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের একটি রাজস্ব কামনা করছেন তারা। অ্যালেফে নতুন কিছু কমার্শিয়াল সুযোগেরও আশংকা করছেন এই সিইও এবং ইমরান খান এতে অনেক বড় ভূমিকা রাখবেন বলে আশাবাদী তিনি।
ইমরান খান:
বাংলাদেশে জন্ম এবং বড় হয়ে ওঠা ইমরান খানের। ছাত্রজীবনে দেশের অন্যতম বিশিষ্ট একজন ডিবেটর ছিলেন তিনি। পরবর্তীতে, উচ্চশিক্ষার আশায় তিনি বাংলাদেশ থেকে আমেরিকায় চলে যান। সেখানে তিনি University of Denver’s এর Daniels College of Business থেকে ২০০০ সালে একজন গ্রাজুয়েট হিসেবে বের হন। তার সাফল্যের লিস্ট এখনো শেষ হয় নি। তিনি বিশ্বের অন্যতম দুটি বড় IPO ফার্মকে পরিচালনা করেছিলেন, আলিবাবা এবং স্ন্যাপ। এছাড়াও, সাফল্যের দেখা পাওয়া অনেক কোম্পানির সাথেও কাজ করার রেকর্ড রয়েছে এই বাংলাদেশী বংশোদ্ভূত মানুষের।
ইমরান খান এবং অ্যালেফ গোল্ডিং:
অ্যালেফ হোল্ডিং এর সাথে কাজ করার ব্যাপারে ইমরান খান জানান, তিনি ৫ বছর আগে সিইও গ্যাসটন টারাটুতার সাথে দেখা করেছিলেন যখন অ্যালেফ হোল্ডিং ইমরান খানের পরিচালিত কোম্পানি স্ন্যাপের সাথে একটি বড় কন্ট্র্যাক্ট পেয়েছিলো। তখন থেকেই তিনি গ্যাসটনের কাজের ওপর মুগ্ধ ছিলেন। তিনি মনে করেন, অ্যালেফ হোল্ডিং এর ব্যাবসায়িক মডেলটি অনেক “unique”। কাস্টোমার চাহিদাকে টেকনোলজির সাথে যোগ করে এক অসাধারণ কাজ করে যাচ্ছেন গ্যাসটন। যেকোন মার্কেটের বিজ্ঞাপনদাতার জন্য খুবই ইতিবাচক একটি প্রভাব তৈরি করছে এই কোম্পানি।
অ্যালেফে ইমরান খানের কাজের ব্যাপারে জিজ্ঞেস করা হলে জানা যায়, তিনি চলাকালীন মার্কেট গুলো বাদেও আলাদা নতুন মার্কেটের খোঁজ করবেন, আরো পার্টনার আনার চেষ্টা করবেন এবং ভবিষৎ এ এর সেবা কার্যক্রম এবং টেকনোলজির অফারিং এ বৈচিত্র্য আনবেন। এই ফিল্ডে ইমরান খানের কাজের দক্ষতা এবং গ্লোবাল টেকনোলজির দক্ষতা অ্যালেফ হোল্ডিং এর সাফল্যকে আরো বাড়িয়ে দিবে বলেও জানানো হয় একটি প্রেস রিলিজে।
এরকম আরো ব্লগ পড়তে ক্লিক করুন এখানে
সাবিকুন্নাহার আফরা
ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE