“ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যৌথ প্রয়াস নিয়ে BASIS ও BITM অনেকদিন ধরেই কাজ করে আসছে। এই যৌথ প্রোগ্রামের মাধ্যমে ব্যাপারটি আরো একধাপ এগিয়ে গেল। দেশের IT সেবাখাতে দক্ষ জনবলের যোগান দিতে এই প্রোগ্রামটি সঠিক ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।”
– BITM এর চেয়ারম্যান এবং BASIS এর প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির স্যার।
হয় তো ভাবছেন সৈয়দ আলমাস কবির স্যার কোন প্রোগ্রাম নিয়ে কথা বলছেন? আসলে বিষয়টি হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে পরিচিত বাংলাদেশের একটি জনপ্রিয় IT Institute, BASIS Institutes of Technology and Management (BITM) এবং United International University (UIU) যারা Bachelor Degree, Masters Degree, Research and Certificate programs, CCNA এ বিশেষ কোর্সগুলো করিয়ে থাকে। তাঁদের যৌথ উদ্যোগে একটি Post Graduate Diploma(PGD) প্রোগ্রাম শুরু করা হয়েছে। ২২ নভেম্বর(সোমবার) ২০২১ এ একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন BITM এর চেয়ারম্যান এবং BASIS এর প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির স্যার এবং UI University এর উপাচার্য চৌধুরী মফিজুর রহমান স্যার।
উক্ত চুক্তিতে উল্লেখ ছিলো যে BITM এবং UI University যৌথভাবে একটি Post Graduate Diploma(PGD) প্রোগ্রাম শুরু করবে, যেখানে প্রতিটি প্রোগ্রাম ৬ মাস মেয়াদী এবং ১৮ ক্রেডিটের হবে। পরবর্তীতে সিদ্ধান্ত হয় এ প্রোগ্রামের Venue হবে UI University।
পুরো কোর্সের ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে, এখানে তাত্ত্বিক বিষয়াদি একদম কম থাকবে এবং ব্যাবহারিক কাজের প্রতি বেশি ফোকাস করা হবে।
এ প্রোগ্রাম নিয় UI University এর উপাচার্য চৌধুরী মফিজুর রহমান যা বলেন-
“যৌথ আয়োজনে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি এই আয়োজনটি সকলের কাছে অনেক সমাদৃত এবং সফল হবে।”
প্রোগ্রাম এবং প্রোগ্রামের আউটলাইন সম্পর্কে BITM এর সিইও তালুকদার মোহাম্মদ সাব্বির যা বলেন- “প্রাথমিকভাবে আমরা Digital Marketing এবং Graphic Design এর উপরে এই যৌথ প্রোগ্রাম শুরু করছি। তবে ক্রমান্বয়ে আরো অনেক নতুন নতুন বিষয়ে এই যৌথ প্রোগ্রাম শুরু হবে। পুরো প্রোগ্রামটিতে তাত্ত্বিক ব্যাপার কম রেখে একদম ব্যবহারিক বিষয়াদির উপর জোর দেয়া হয়েছে। আমরা মনে করি, যারা এই ডিপ্লোমাগুলো করবেন তারা চাকুরীর বাজারে এগিয়ে থাকবেন।”
এছাড়াও উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BITM এর সিইও তালুকদার মোহাম্মদ সাব্বির, সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান ইসলামসহ আরো অনেক ব্যাক্তিবর্গ। মূলত ফ্রীল্যান্সিং ও অনলাইন বিজনেস এর উপর ফোকাস করেই প্রথমে তাঁরা Digital Marketing কোর্সটি চালু করে।
কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে BITM এর ফেসবুক পেইজে ভিজিট করুন-
https://www.facebook.com/BASIS.BITM/
এছাড়াও BITM কি এবং কি কাজ করছে এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে-
https://www.facebook.com/BASIS.BITM/videos/899637290685975/
আমাদের আরো ব্লগ পড়তে ক্লিক করুন এখানে।
Writer
Mahfuja Aktar Shipa
Content Writing Intern
YSSE