ছাত্রজীবন থেকেই অনেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। যদিও সবাই জানেন ব্যবসায়ে ঝুঁকি বা ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। ইনভেস্ট করার জন্য আর্থিক বা পারিপার্শ্বিক প্রস্তুতি ছাড়াও আরো কিছু প্রস্তুতি আছে। ব্যবসা, বাজার ও বিনিয়োগকে বোঝার জন্য ভালো কিছু বই তারা এসময়ে পড়ে রাখতে পারেন:
১। রিচ ড্যাড, পুওর ড্যাড- রবার্ট কিওসাকি: তরুণ উদ্যোক্তাদের জন্য অবশ্যপাঠ্য বই। একজন ধনী এবং একজন গরীব মানুষের ফিনান্সিয়াল মোটিভ একইরকম হয় না। আবার, একটি সম্পদ সত্যিকার অর্থে আপনার সম্পদ না হয়ে আপনার দায় হিসেবেও কাজ করতে পারে। ধরুন আপনার একটি বাড়ি আছে যাকে আপনি আপনার এসেট মনে করছেন। তবে এই বাড়ির জন্য আপনাকে ভাড়া অথবা ট্যাক্স অথবা নানারকম পেমেন্ট করতে হচ্ছে। তাহলে কি বাড়িটা সত্যিই আপনার সম্পদ? কারণ সম্পদ কখনো ব্যয় না বরং আয়ের কারণ হয়। এমন আরো অনেক মজার মজার উদাহরণ দিয়ে সহজবোধ্য ভাষায় কিওসাকি বইটি লিখেছেন। পড়তে পড়তে বিনিয়োগ ও অর্থের দুনিয়াকে আপনি নতুন করে আবিষ্কার করবেন।
২। বিটিং দ্যা স্ট্রিট-পিটার লিঞ্চ: স্টক মার্কেটের সফল বিনিয়োগকারী হিসেবে পিটার লিঞ্চের নাম দুনিয়াজুড়ে পরিচিত। বড় উদ্যোক্তারা প্রথমেই শেয়ার বিক্রির দিকে মনোযোগ দেয়। শেয়ার বিক্রি না করে মার্কেট ইকোনমি বুঝে চলে আপনি কিভাবে সফল হতে পারেন এ বইটি পড়ে তার ধারণা পাবেন।
৩। থিংক এন্ড গ্রো রিচ- নেপোলিয়ন হিল: ডিপ্রেশানের সময়ে লেখা এই বই প্রকাশ হওয়ার পর ১০০মিলিয়ন কপি বিক্রি হয়েছিলো সারাবিশ্ব জুড়ে। নেপোলিয়ন হিল তার জীবনে নানান সময়ে অনেক ধনী মানুষের সংস্পর্শে এসেছেন। সেখান থেকে অনেক লম্বা ও বিস্তৃত গবেষণার ফসল এই বই। সফলতা ও ব্যক্তিগত অর্জনের ১৩টি সূত্র এখানে উপস্থাপন করেছেন। ইচ্ছা, বিশ্বাস, বিশেষ জ্ঞান, সাংগঠনিক দক্ষতা এমনকি সিক্সথ সেন্স কেন প্রয়োজন সেটিও বলেছেন।
৪। আলওয়ালিদ, বিজনেসম্যান, বিলিওনিয়ার, প্রিন্স- রিজ খান: সৌদি রাজবংশের সন্তান আলওয়ালিদ তালাল আলসৌদ বিশ্বের ৩৪তম ধনীব্যক্তি। তার এই সম্পত্তির উৎস তার নিজের ব্যবসা। তার জীবনী নিয়ে এ বই লেখা। বইটি বিনিয়োগের ক্ষেত্রে অন্তর্দৃষ্টি ও অভিনব উপায়ের আইডিয়া দিবে আপনাকে।
৫। দ্যা ওনলি ইনভেস্টমেন্ট গাইড- এন্ড্রু টবিয়াস: বিনিয়োগের জন্য ক্লাসিক একটি বই। তাছাড়া বই আধুনিক, যুগোপযোগী। অল্প বিনিয়োগ ভালো ফল লাভের জন্য টিপস দিয়েছেন এই বইতে।
বিশ্বসেরা সফল উদ্যোক্তা ওয়ারেন বাফেট বলেছেন, তিনি এখনো বই পড়ে শিখতে পছন্দ করেন। বই পড়ে সব শিখতে না পারলেও অন্তত, অন্যদের ভুল এবং কৌশলগুলো থেকে শিক্ষা নিতে পারবেন। এক্সপেরিমেন্টের সময় বাঁচিয়ে এগিয়ে থাকতে পারবেন বহুগুণ।
ইংরেজি থেকে অনূদিত
সূত্র- ইনভেস্টোপিডিয়া.কম
দ্যাব্যালেন্স.কম
মাহরাতুন সামহা, ইন্টার্ন, YSSE