ছাত্রজীবনে সহশিক্ষা কার্যক্রমের সুযোগ অনেক রয়েছে। স্কিল ডেভলপমেন্ট এর জন্য রয়েছে নানা ক্লাব। কিন্তু কেমন হয় যদি সমাজের কল্যাণমূলক কাজে অংশ নেয়া যায়? একদিকে তা যেমন নিজের জন্য ভালো, তেমনি সমাজের জন্য কল্যাণকর। তাছাড়া সামাজিক উদ্যোক্তা হবার জন্য যে মানসিকতা এবং বোধ থাকতে হয়, সমাজকে যেভাবে বুঝতে হয় তা শুরু হয়ে যাবে ছাত্রবয়সেই।
একাই কোনো কাজে নেমে পড়া সহজ নয়। আগ্রহ থাকলেও সুযোগ বা আস্থার অভাবে শুরু করতে দ্বিধা করেন অনেকেই। ব্রিটিশ কাউন্সিল একটিভ সিটিজেন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। এতে আপনি অনেক শিখতে পারবেন। তাছাড়া মিলবে বেশ দামী একটি স্বীকৃতি। যা পরে ক্যারিয়ারে দারুণ কাজে দেবে!
ব্রিটিশ কাউন্সিল একটিভ সিটিজেন কী? সামাজিক নেতৃত্বের ধারণা এবং একটি ভিত্তি তৈরি করে দেয়ার জন্য এই প্রোগ্রাম। সাত বছর ধরে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে এটি চালিয়ে আসছে। ৩৩টি টিমের প্রতিটির আন্ডারে ১৫০জন পারটিসিপেন্ট থাকে। তাদেরকে নানারকম ট্রেইনিং দেয়া হয়। একটা সুন্দর সমাজ গড়তেই এই ট্রেইনিং দেয়া হয়। ট্রেনিং এ অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কাজ করে থাকে। সাস্টেইনেবল সোশ্যাল ডেভলপমেন্টের ধারণা নিয়েই এটি পরিচালিত।
এতক্ষণে নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে ঠিক কী নিয়ে এসব ট্রেনিং? আসলে এলাকাভেদে সামাজিক সমস্যাগুলো ভিন্নরকম হয়। বাংলাদেশে শিক্ষার অভাব সবচেয়ে বড় সমস্যা। কাজেই এই দিকটা ফোকাস করা হয়। এছাড়া পরিবেশ-সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রোগ্রাম আছে৷ সামাজিক উদ্যোক্তা তৈরি করার কাজ এটি ভালোভাবেই করে থাকে। ব্রিটিশ কাউন্সিলের আছে The Business and Investment Readiness programme (BiR) । এর আওতায় সামাজিক উদ্যোক্তাদের নানাভাবে সহায়তা দেয়া হয়।
এছাড়াও prodigy সহ আরো নানা প্রোগ্রাম আছে যেখানে তরুণদের সাংস্কৃতিকভাবে দক্ষ করা হয়। বিভিন্ন অনুষ্ঠান, পাবলিক স্পিকিং, থিয়েটার প্রভৃতির মাধ্যমেও তরুণরা সামাজিক সচেতনতা ছড়ানোয় ভূমিকা রাখতে পারে। মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে যুক্ত হওয়ার পরই বুঝতে পারবেন আপনার এলাকায় কী কী প্রয়োজন, সেখানে কোন কোন সামাজিক উদ্যোগ নেয়া যায়। সেটা হতে পারে শিক্ষা, বা স্বাস্থ্যসচেতনতা বা কৃষি সংক্রান্ত।
যেকোনো বয়সের যে কেউ এই প্রোগ্রামে অংশ নিতে পারে। আপনার এলাকায় কোনো পারটিসিপেন্ট থাকলে তার মাধ্যমে যোগাযোগ করে কাজ শুরু করতে পারেন। বিস্তারিত জানতে ভিজিট করুন:
https://www.britishcouncil.org.bd/en/programmes/society/active-citizens
সামহা/ওয়াইএসএসই