বর্তমান তরুণ সমাজের কাছে MNC কিংবা Multinational Company বেশ আকর্ষণীয় একটি সেক্টর। তবে সঠিক দিকনির্দেশনা এবং পরামর্শের অভাবে অনেক ক্ষেত্রেই বহু চাকরি প্রত্যাশীগণ তাদের স্বপ্নের এই কর্পোরেট জব সেক্টর থেকে বঞ্চিত হন।কর্পোরেট সেক্টরে বিশেষত বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে বেশ সফল একটি ক্যারিয়ার গড়তে ছাত্রাবস্থাতেই ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য জরুরী কিছু দক্ষতা অর্জনের পথপ্রদর্শক হিসেবে প্রয়োজন কিছু অভিজ্ঞ ব্যক্তিবর্গের সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ।
YSSE কর্তৃক আয়োজিত Career Talk এর বিভিন্ন পর্বে তরুণদের ক্যারিয়ার বিষয়ক যাবতীয় দিক নির্দেশনা এবং পরামর্শ প্রদান করেন বিভিন্ন সেক্টরে সফল ব্যক্তিত্বরা। এরই ধারাবাহিকতায় Career Talk এর Episode-39 এ আমন্ত্রিত ছিলেন মাল্টিন্যাশনাল কোম্পানির বিপণন বিভাগে সফল ক্যারিয়ার গড়া এক অনন্য ব্যক্তিত্ব Bangladesh Edible Oil Limited এর Senior Marketing Manager ফয়সাল মাহমুদ স্যার।
সমসাময়িক চাকরির বাজারে তরুণদের নিকট মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বেশ আকর্ষণীয় একটি কর্পোরেট সেক্টর। তরুণদের কাছে জব সেক্টর সাধারণত “এমএনসি” ও “লোকাল জব” হিসেবে পরিচিত হলেও ফয়সাল মাহমুদ স্যারের মতে, কোম্পানিগুলোকে স্ট্রাকচার্ড কোম্পানি এবং আনস্ট্রাকচার্ড কোম্পানি হিসেবে বিবেচনা করা উচিত। চলুন ফয়সাল মাহমুদ স্যারের কাছ থেকে জেনে নেওয়া যাক মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে একজন চাকরিপ্রত্যাশী ফ্রেশারের কি কি বিশেষ গুণাবলী থাকা প্রয়োজন-
- একজন ফ্রেশারের জন্য মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে ক্যারিয়ার গড়তে হলে অবশ্যই মেজর সাবজেক্ট হিসেবে মার্কেটিং থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা অনেকক্ষেত্রেই মেজর সাবজেক্ট হিসেবে মার্কেটিং না থাকার কারণে অনেক যোগ্যতাসম্পন্ন চাকরিপ্রত্যাশী বাদ পড়ে যান। সেক্ষেত্রে মেজর সাবজেক্ট হিসেবে মার্কেটিং না থাকলে কি করণীয় হতে পারে এ সম্পর্কে স্যার উল্লেখ করেন, যদি কারো মার্কেটিং সেক্টরে কাজ করার প্যাশন থেকে থাকে কিন্তু মেজর সাবজেক্ট মার্কেটিং না হওয়ার কারণে রিক্রুটমেন্ট থেকে বাদ পড়ে যান, সেক্ষেত্রে নতুন কোন জব খোঁজার পাশাপাশি নাইটে মার্কেটিং সাবজেক্টে মাস্টার্স কমপ্লিট করা যেতে পারে।
- মার্কেটিং সেক্টর আদতে বেশ সাধাসিধে মনে হলেও এই সেক্টরে সফল ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বেশ কিছু বাধা-বিপত্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সেক্ষেত্রে অবশ্যই মার্কেটিং সেক্টরে প্রবেশের পূর্বে মার্কেটিং সেক্টরের যাবতীয় প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাকে জেনে তবেই মার্কেটিংকে নিজের ক্যারিয়ার এবং প্যাশন হিসেবে গ্রহণ করা যেতে পারে।
- মার্কেটিং সেক্টর বেশ গতিময় একটি সেক্টর, প্রতিমুহূর্তে এই সেক্টরে বেশ কিছু পরিবর্তন ঘটেই চলেছে। তাই মার্কেটিং সেক্টরে সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে মার্কেটিং বিষয়ে জ্ঞানের পাশাপাশি বেশ কিছু সফট স্কিল অর্জন করাও বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তরুণদের স্কিল ডেভেলপমেন্ট এর জন্য বেশকিছু স্কিল ডেভেলপমেন্ট সেশনের আয়োজন করা হয়। পাশাপাশি অনলাইনে বেশ কিছু সফট স্কিল কোর্সও প্রচলিত রয়েছে। এইসকল সেশন এবং কোর্স গ্রহণের মাধ্যমে বর্তমান তরুণ সমাজ সহজেই নিজেদের সফট স্কিল ডেভলপমেন্ট করতে পারে।
- প্রতিনিয়ত মার্কেটিং সেক্টরে প্রতিযোগিতা বেড়েই চলেছে। আর এই প্রতিযোগিতাপূর্ণ সেক্টরে কিভাবে নিজেকে টিকিয়ে রাখতে হবে সেই সম্পর্কে বিশেষ দক্ষতা ও জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- মার্কেটিং সেক্টর বলতে আমরা কেবল বুঝি প্রোডাক্ট কিংবা ইভেন্ট প্রমোশন। আদতে মার্কেটিং সেক্টর বেশ বিশাল একটি সেক্টর যা মূলত বিভিন্ন ধরনের কাজের সমন্বয়ে গঠিত। সেক্ষেত্রে মার্কেটিং সেক্টরে প্রবেশের পূর্বে অবশ্যই মার্কেটিং সেক্টর সম্পর্কে সম্যক জ্ঞান ধারণ করতে হবে।
মাল্টিন্যাশনাল কোম্পানি বিশেষত তার মার্কেটিং সেক্টর বেশ গতিময় যার সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতিমুহূর্তে তরুণদের অর্জন করতে হবে বিশেষ কিছু দক্ষতা ও গুণাবলী এবং এর পাশাপাশি প্রতিযোগিতাপূর্ণ এই সেক্টরে প্রতিনিয়ত নানা প্রতিকূলতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে নিজেদের। তবেই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মার্কেটিং সেক্টরে বেশ সম্ভাবনাময় ক্যারিয়ার গঠন সম্ভব।
SYEDA FAIRUZ NOSHIN
Content Writing Intern
YSSE