Soft Skill এ উন্নতি করার সেরা ১০ টি উপায় (পর্ব ২)
আমরা আগের পর্বে সফট স্কিলে উন্নতি করার কিছু উপায় সম্পর্কে জেনেছি যেমন শেখার মনমানসিকতা রাখা, দ্বন্দ্বের মাধ্যমে কাজ করা (বিকল্প চিন্তা করা) ইত্যাদি। আজকে আমরা জানবো সফট স্কিলে উন্নতি করার বাকি বিষয় গুলো।
সফট স্কিল শুধু আমাদের দক্ষ হতেই সহায়তা করে না বরং ভালো মানুষ হতেও সাহায্য করে। কারণ অনেকাংশেই এটি আমাদের মনের সাথে সম্পর্কযুক্ত। তাহলে চলুন আর দেরি না করে দ্রুত জেনে নেই সেই কৌশল গুলো।
১. জায়গার সাথে মানিয়ে নেওয়া
আমরা মানুষ জাতি খুবই আরাম প্রিয়। আমরা কোথাও আরাম খুঁজে পেলে তার থেকে ভালো জায়গায় যেতেও কয়েকবার ভাবি। কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে এমন করলে চলবেনা। আমাদের সকল পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার দক্ষতা অর্জন করতে হবে।
২. কমফোর্ট জোন থেকে বেড়িয়ে আসা
কথায় আছে “Life begins at the end of the comfort zone”. অর্থাৎ কোন কিছু শিখতে হলে আমাদেরকে সবসময় পছন্দের জিনিসের বাইরে কাজ করতে হবে। কেননা তাছাড়া আমরা নতুন কিছু শিখতে পারবোনা। আমাদের কাজের কোনো উন্নতি হবে না। এর মানে আবার এই না যে পছন্দের কাজ বলতে কিছু থাকবেনা, পছন্দের কাজ থাকবে কিন্তু, নতুন কিছু শেখার জন্য আমাদের নতুন কিছু চেষ্টা করতে হবে।
৩. সমালোচনা মেনে নেওয়া
আমরা কেউই নিজের সমালোচনা পছন্দ করতে চাই না। আর কাজ করতে গেলে আপনার সুপারভাইজর, সহকর্মী বিভিন্ন জনের কাজ থেকে আপনার কাজ নিয়ে বিভিন্ন মতামত পাবেন। সেগুলো হতে পারে ভালো বা মন্দ। আপনি যদি কাজের সমালোচনা গুলোকে শুধুই সমালোচনা না ভেবে আপনার কাজের উন্নতির পথ্য হিসেবে ধরে নেন, তাহলে আপনি নিজের কাজের ভুল গুলো বুঝতে পারবেন এবং সেগুলোর উন্নতিতে কাজ করতে পারবেন। এজন্যই কবি গুরু বলেছেন “নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো
৪ যোগাযোগ দক্ষতা
যোগাযোগ করতে পারার দক্ষতা সবচেয়ে কার্যকরী এবং বহুল ব্যবহৃত দক্ষতা। আপনি কোথাও কাজ করলে তো আর একা কাজ করবেন না, অবশ্যই একটা টিম থাকবে, সাথে থাকবে সুপারভাইজর, সহকর্মী ইত্যাদি। কাজ করতে হলে আপনাকে এদের সাথে যোগাযোগ করতে হবে। আর এই সময়েই আপনার যোগাযোগের দক্ষতা কাজে আসবে। আপনি তাদের সাথে কিভাবে কথা বলছেন, কথা বলার সময় আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, আপনি অন্যের কথা কতটা মনোযোগ দিয়ে শুনছেন এর সবই আপনার যোগাযোগ দক্ষতার মধ্যে পড়বে। আর একটি টিমের থেকে ভালো একটা ফলাফল বের করে আনা অনেকটা আপনার কমিউনিকেশন স্কিলের উপরে নির্ভর করবে।
৫. যোগাযোগ রক্ষা করা
একটি সম্পর্ক গড়ে ওঠে সুন্দর একটি যোগাযোগের মাধ্যমে। সেটা হতে পারে যে কোনো ধরনের সম্পর্ক। অর্থাৎ একটি সম্পর্কের ভিত্তিই হচ্ছে যোগাযোগ। সুন্দর সম্পর্ক বজায় রাখতে হলে আপনাকে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলতে হবে। তা নাহলে যে কোনো সম্পর্কে ফাঁটল ধরবে। একই কাজ আপনি আপনার কাজের ক্ষেত্রেও করতে পারেন। এতে আপনার অফিসের সকলের সাথে ভালো একটি সম্পর্ক তৈরী হবে।
যদিও এক দশক আগে সফট স্কিলের তেমন কদর ছিলো না, কিন্তু দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই সবার থেকে নিজেকে এগিয়ে রাখতে আজই শুরু করে দিন সফট স্কিলে উন্নতি করার কৌশল গুলো।
পূর্ববর্তী পর্ব (পর্ব ১) পড়ার জন্য এখানে ক্লিক করুন
আমাদের আরো ব্লগ পড়তে এখানে ক্লিক করুন
Md. Mahbub Hossain
Content Writing Intern
YSSE