আজ থেকে ৫ বছর পরে বাংলাদেশের চেহারাটা কেমন হবে? করোনার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে কোনো সন্দেহ নেই। কিন্তু কেমন হবে সে প্রভাব? এখন যা দেখছি আশেপাশে, সব কি বদলে যাবে? বদলে গেলেও কেমন হবে তার ধরন?
ইতিহাসে সবচেয়ে দীর্ঘ লকডাউন চলছে এখন। কত মানুষ দীর্ঘ সময় ধরে ঘরে বন্দী থেকে হতাশায় ভুগছে। খিটখিটে মেজাজ, অবসাদ ছাড়াও আরো নানাধরনের মানসিক অসুস্থতায় ভুগছেন অনেকে। এর সাথে অসংখ্য মানুষের চলছে অর্থনৈতিক সমস্যাও। এ সময়টাকে সুন্দর করতে পারে আমাদের ছোটো কিছু কাজ। বাড়িতে তো বটেই, চারপাশের নানাভাবেই কাজের সুযোগ ছড়িয়ে ছিটিয়ে আছে। সামাজিক কাজ করার পাশাপাশি সারাবিশ্বেই উন্নয়নমূলক বিভিন্ন কাজ করার হয়ত নতুন সুযোগ তৈরি হয়েছে। এসব নিয়ে মাথায় অনেক চিন্তা উঁকি দেয়? ভাবনা আসে, এসময়ে বেকার বসে থাকা শ্রমিকদের নিয়ে, দেশকে নিয়ে, এই সময়কে নিয়ে?
একটা পৃথিবীকে নিয়ে তরুণ প্রজন্মের অনেক ভাবনা আছে, আছে সুন্দর চিন্তা- যা হয়ত বেরিয়ে আসলে তা পুরো পৃথিবীতেই বড় কোনো সুন্দর পরিবর্তন এনে দেবে। হয়ত ছড়াবে সচেতনতা, মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে! কিন্তু এসব চিন্তা কি কেউ কখনো জানতে চায়? মনের ভেতর জমে যায় অনেক অনেক গল্প। কেউ হয়ত কিছু গল্প লিখেও ফেলেন। কিন্তু এ সুন্দর গল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেয়ার তেমন প্ল্যাটফর্ম কই? মনের কথাগুলো হয়তো মনেই চাপা থাকে। আপনার এই চিন্তাগুলো শুনবে, ছড়িয়ে দেবে YSSE Speak to Inspire ইভেন্ট! এখানে শুধু যে আপনার চিন্তা প্রকাশের সুযোগ থাকবে তাই-ই না, উপস্থাপন দক্ষতা প্রদর্শন এবং নেটওয়ার্কিং এরও এটি চমৎকার সুযোগ করে দিবে।আপনার ভাবনাগুলো গুছিয়ে বানিয়ে ফেলুন ৩-৫মিনিটের একটি ভিডিও।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যোগ্যতা:
১৫-২৮বছরের যে কেউ অংশ নিতে পারবেন।
প্রতিযোগিতার বিষয়:
১। কোয়ারেন্টাইনকে যেভাবে কাজে লাগাতে পারি
কোয়ারেন্টাইনের এই সময়টায় আমরা বেশি ভালো কিছু কাজ করতে পারি যা পরবর্তীতে ইতিবাচক ফল দিবে। এখানে যে ধরনের বিষয় আসতে পারে:
ক) আত্মউন্নয়ন
খ) বাসায় নতুন কিছু করা
গ) পরিবারকে সময় দেয়া বা তাদের জন্য কিছু করা
ঘ) সামাজিক উন্নয়নমূলক কাজ
ঙ) বৈশ্বিক প্রেক্ষাপট চিন্তা করে কোনো কাজ
২। বাংলাদেশ অর্থনীতির ভিশন: ২০২৫ দেশের অর্থনীতি নিয়ে আপনার চিন্তা বা গবেষণা শেয়ার করতে পারেন। তবে সেটি নিম্নোক্ত বিষয়গুলোর ওপর হতে হবে:
ক) বাংলাদেশের অর্থনীতির বর্তমান ও ভবিষ্যত অবস্থা
খ) বাংলাদেশের অর্থনীতিতে করোনার প্রভাব
গ) বাংলাদেশের অর্থনীতির মূলধারায় পরিবর্তন
অংশগ্রহণের নিয়মাবলি:
• একটি বিষয়ে সর্বোচ্চ একটি ভিডিও-ই বানানো যাবে। এক ভিডিওতে একাধিক বিষয় আনা যাবে না।
• ভিডিও-টি সর্বনিম্ন ৩মিনিট এবং সর্বোচ্চ ৫ মিনিটের হতে পারবে।
• ইভেন্টের গুগল ফর্ম পূরণ করে সেখানে ভিডিওটি ফর্মে আপলোড করতে হবে।
• আবেদন সম্পন্ন হলে আবেদনকারীকে এ-মেইলের মাধ্যমে তা নিশ্চিত করা হবে। ভিডিওটি ইভেন্ট পেইজে পোস্ট করা হবে যেন সবাই সেটি দেখতে ও লাইক,কমেন্ট, শেয়ার করতে পারে।
• বিচারকদের মার্কস এবং ফেসবুকে ভিডিও এনগেজমেন্ট (দর্শক প্রতিক্রিয়া) – র ওপর ভিত্তি করে ফলাফল দেয়া হবে।
সময়: আবেদনের সময় ২০মে, ২০২০-১০জুন,২০২০
ফলাফল ঘোষণা– ২৫জুন, ২০২০
পুরস্কার:
• সেরা ভিডিওগুলো ysse YouTube চ্যানেলে পাবলিশ করা হবে।
• YSSE মেম্বার হতে পারবেন
• সেরা তিনজন ysse তে ইন্টার্ন হিসেবে যোগ দিতে পারবেন
• সেরা ২০ প্রতিযোগীকে অংশগ্রহণের জন্য সার্টিফিকেট দেয়া হবে।
আরো জানতে ইভেন্ট লিংক:
https://facebook.com/events/s/speak-to-inspire-a-video-story/249764016273806/?ti=cl&__mref=mb
event organizer/ysse