ব্যবসার ধরন বা কাজের গতি প্রতিনিয়তই পাল্টাতে থাকে। একটি ব্যবসা শুধু আয়ের উৎসই নয়, একটি দেশের সমাজ এবং অর্থনীতিতে এর বিশেষ ভূমিকা আছে। টেকসই ব্যবসা যেমন আপনার জন্য লাভজনক তেমনি আপনার আশেপাশের পরিবেশের জন্যেও। চলুন ব্যবসা টেকসই করবার ৮টি পরামর্শ জেনে নেই:
১। একটি লক্ষ্য ঠিক করে সেটিতে দৃঢ়ভাবে লেগে থাকুন। অন্যের অনুকরণ না করে নিজে নতুন কিছু ভাবুন।
২। নিজে যা বিশ্বাস করছেন তাই করুন। আপনি সে ক্ষেত্রটি তেই সবচেয়ে ভালো করবেন যেটি আপনি ভালো জানেন এবং বিশ্বাস রাখেন।
৩। পরিবর্তন আসবেই। তার সাথে মানিয়ে নিতে হবে। তবে পরিবর্তনের সাথে মানাতে গিয়ে লক্ষ্যচুত হওয়া যাবে না।
৪। একেক পণ্যের চাহিদা একেক সময়ে চওড়া থাকে। নিজের পণ্যটির চাহিদা অনুযায়ী ক্রেতাদের কাছে উপস্থাপন করুন। অনেকসময় এমন হয় যে, ক্রেতাদের যে ঠিক আপনার পণ্যটিই প্রয়োজন সেটি তারা বুঝতে পারে না। তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করুন।
৫। প্রতিযোগিতাকে ইতিবাচকভাবে নিন। প্রতিযোগিতা থেকে শিখুন। নিজের প্রতিষ্ঠানকে সময়মতো পরিবর্তন এনে দিন।
৬। পুরো ব্যবসাজগতটাই একটা ইকোসিস্টেমের মতো কাজ করে। নিজেকে সিস্টেমের সাথে অবশ্যই যুক্ত রাখবেন। হুটহাট বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের কাজটি ঠিকভাবে করে যেতে থাকুন।
৭।কোম্পানির সবাইকে সাথে নিয়ে চলুন। আপনার যেমন কর্মী প্রয়োজন, তেমনি ক্লায়েন্ট। তাদের সন্তুষ্ট রাখুন।
মাহরাতুন সামহা
ইন্টার্ন, YSSE